কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন ভারত সরকারের কর্মী নিয়োগকারি দপ্তর। সারা বছর ধরে এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ হয়ে থাকে। সম্প্রতি কমিশনের পক্ষ থেকে ৩০৭টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- Junior and Senior Translation Officer
মোট শূন্যপদ- ৩০৭ টি। (SC- ৩৮ টি, ST- ১৪ টি, OBC- ৭২ টি, EWS- ২৬ টি, UR- ১৫৭ টি।)
শিক্ষাগত যোগ্যতা- জুনিয়র ট্রান্সলেটর পদের ক্ষেত্রে ইংরেজি সহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী এবং ডিগ্রী স্তরে বাধ্যতামূলক ভাবে হিন্দি বিষয় থাকা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের একটি ডিপ্লোমা সার্টিফিকেট অথবা অনুবাদের কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র ট্রান্সলেটর পদের ক্ষেত্রে হিন্দি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী সঙ্গে ঐচ্ছিক বা বাধ্যতামূলক হিসাবে ইংরেজি বিষয় থাকা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের একটি ডিপ্লোমা সার্টিফিকেট অথবা অনুবাদের কাজে যেকোনো সরকারি অথবা সরকার অধিকৃত অফিসে কাজের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুনঃ রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগ
[quads id=10]
বয়সসীমা- উক্ত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণী এবং বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন- জুনিয়র ট্রান্সলেটর পদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা। অন্যদিকে সিনিয়ার ট্রান্সলেটর পদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের লেভেল ৭ অনুযায়ী ৪৪,৯০০/- টাকা থেকে ১,৪২,৪০০/- টাকা।
[quads id=10]
আবেদন পদ্ধতি- আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করবেন চাকরিপ্রার্থীরা। ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জানানোর সময়ে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট বটন ক্লিক করে প্রাপ্ত শংসাপত্র ডাউনলোড করে রাখতে হবে চাকরিপ্রার্থীদের।
আবেদন ফি- আবেদনকৃত চাকরিপ্রার্থীদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করার রশিদ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে হবে।
নিয়োগ পদ্ধতি- দুইটি ধাপে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের পদে নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ে একটি কম্পিউটার বেসড পরীক্ষা (Paper – I) এবং দ্বিতীয় পর্যায়ে একটি বর্ণনামূলক পরীক্ষার Paper – II) আয়োজন করা হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য রেজিস্টার করা ইমেইল আইডি এবং মোবাইল নম্বরের মাধ্যমে পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা।

আবেদনের শেষ তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২৩।
আরও পড়ুনঃ এই মুহূর্তে যেসব চাকরির আবেদন চলছে
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Apply Now







