চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Success Story: চতুর্থবারে লক্ষ্যভেদ! UPSC পাশ করার জন্য কিভাবে পড়েছিলেন প্রিয়দর্শিনী?

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করা মোটেও সহজ নয়। বারবার চেষ্টার পর তবেই আসে সাফল্য। তাই এই পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সময় হাল না ছাড়ার মানসিকতা রাখতে হবে মনে। UPSC সফল অফিসারদের কথায়, সঠিক সূত্র মেনে পড়লে লক্ষ্যভেদ সম্ভব। তবে, একবারে পাশ না করলে আবার পরীক্ষায় বসতে হবে। যে কোনো পরিস্থিতিতেই মনের জেদ ছাড়লে চলবে না। আজকের এই প্রতিবেদনে এমন একজনের কথা বলা হল, যিনি তিনবার ফেল করার পরেও হাল ছাড়েননি। অবশেষে চতুর্থ বারের চেষ্টা তিনি উত্তীর্ণ। আজ তিনি দেশের নামজাদার আইএএস অফিসার পূজ্য প্রিয়দর্শিনী।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজ অফ কমার্স থেকে বি.কম পাশের পর UPSC পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। IAS পূজ্য প্রিয়দর্শনী প্রথমবার UPSC পরীক্ষায় বসেন ২০১৩ সালে, কিন্তু প্রথম চেষ্টায় আসে ব্যর্থতা। প্রথমবার পরাস্ত হওয়ার পর ২০১৬ সালে দ্বিতীয়বার পরীক্ষায় বসেন তিনি। সেবার ইন্টারভিউ রাউন্ডে পৌছেও পাশ করতে পারেননি প্রিয়দর্শিনী। হাল না ছেড়ে ২০১৭ সালে তৃতীয়বারের জন্য বসেন ইউপিএসসি পরীক্ষায়। কিন্তু সেবারেও পরাস্ত হওয়ায় কেরিয়ারের মোড় ঘোরানোর চিন্তা করেন তিনি। পূজ্য প্রিয়দর্শনীর বরাবরের স্বপ্ন ছিল আইএএস (IAS) অফিসার হবেন। তাই ব্যর্থতা কাটাতে শুরু হয় তাঁর দিনরাত পরিশ্রম। অবশেষে ২০১৮ সালে ফের পরীক্ষায় বসেন তিনি। আর সেবারেই হল লক্ষ্যভেদ। ২০১৮ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় সর্বভারতীয় ১১ তম স্থান নিয়ে পাশ করে আইএএস (IAS) অফিসার হিসেবে নির্বাচিত হন পূজ্য প্রিয়দর্শনী।

UPSC পাশ করা

আরও পড়ুনঃ মাত্র একুশ বছর বয়সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন তরুণ অফিসার নবীন

[quads id=10]

প্রিয়দর্শনী জানান, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরীক্ষায় পাশ করার জন্য অবশ্যই পরীক্ষার্থীদের ধৈর্য রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যর্থতা এলেও হাল না ছাড়ার মানসিকতা ও পরিশ্রম করার মতো জেদ রাখতে হবে। এর পাশাপাশি, নিয়মিত খবরের কাগজ পড়া, মকটেস্টে অংশ নিয়ে নিজের প্রস্তুতি পরখ করা, ভুল থেকে শেখা ও সিলেবাসের সমস্ত বিষয়ের স্বচ্ছ ধারণা রাখতে হবে। এই সূত্রগুলি অনুসরণ করে স্বপ্ন পূরণ করেছেন প্রিয়দর্শনী। তবে লক্ষ্যভেদের দৌড়ে তাঁর পরিবারের সাপোর্ট তাঁকে জোর দিয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

UPSC পাশ করা

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ