চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Cyclone Remal Update: ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট! বিশেষ সতর্কতা জারি করল বিপর্যয় মোকাবিলা দপ্তর

এদিন রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ -এর প্রভাব শুরু হয়েছে। থমথমে আবহাওয়ার সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি হয়েছে দুর্যোগের পরিমাণ। কলকাতা এবং দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ সংলগ্ন জেলাগুলি দুপুরের শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। উপকূলবর্তী এলাকাগুলিতে বাতাসের গতিবেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সুন্দরবনের দ্বীপ অঞ্চলের মানুষের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্য়েই বিভিন্ন এলাকায় তাদের কাজ শুরু করেছে এনডিআরএফের টিম।

এনডিআরএফের ইস্টার্ন রিজিয়নের কমান্ডার গুরমিন্দর সিং জানিয়েছেন, আজ অর্থাৎ রবিবার ঠিক মধ্যে রাতে ঘূর্ণিঝড় ‘রেমাল’ -এর ল্যান্ডফল হতে পারে। এমনটাই বার্তা পাওয়া গেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আইএমডির সতর্কবার্তা অনুযায়ী ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ১২০-১৩০ কিমি প্রতি ঘণ্টা। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ অঞ্চল থেকে ঝড়ের দূরত্ত্ব ছিল ২১৬ কিলোমিটার। আবহাওয়া দপ্তর তাদের শেষ মুহূর্তের আপডেটে জানিয়েছে, উপকূলীয় এলাকায় জলোচ্ছাস হতে পারে। সেক্ষেত্রে যে সমস্ত জায়গায় কাঁচা বাঁধ রয়েছে সেখানে সমস্য়া হতে পারে। প্রবল ঝড়ো হওয়ার কারণে আংশিক তৈরী হওয়া কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে।

ঘূর্ণিঝড় 'রেমাল'

আরও পড়ুনঃ এই মুহূর্তের সেরা চাকরির খবর

ঝড়ের কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। কাঁচা বাড়িতে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দরকারি কাগজপত্র, প্রয়োজনীয় ঔষধ, শুকনো খাবার এবং পর্যাপ্ত পরিমান পানীয় জল মজুত রাখতে বলা হয়েছে। প্রশাসনের সমস্তরকম নির্দেশ মানতে বলা হয়েছে। দীঘার সমস্ত পর্যটকদের বাড়ি ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আবশ্যিক ছাড়া যে কোনো অপ্রয়োজনীয় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। ঝড়ের প্রকোপ শুরু হওয়ার পর প্রভাবিত এলাকাগুলির বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সাইক্লোনের সময় কোনও রকম সহায়তার প্রয়োজন হলে, 1070 অথবা 033 22143526 নম্বরে ফোন করতে পারেন।

ঘূর্ণিঝড় 'রেমাল'

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ