চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB Primary TET Result 2023 | টেট পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? পর্ষদের আপডেট দেখে নিন

WB Primary TET Result 2023: রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য Primary TET পরীক্ষা আয়োজন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২০২২ সাল থেকে প্রতি বছর নিয়ম মাফিক টেট পরীক্ষা আয়োজন করছে পর্ষদ। সেই নিয়ম অনুযায়ী রাজ্যে সর্বশেষ টেট পরীক্ষা আয়োজিত হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে। উক্ত পরীক্ষার রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। তবে, ইতিমধ্যে পরীক্ষার Provisional Answer Keys to Questions of TET-2023 প্রকাশ করে পরীক্ষার্থীদের থেকে উত্তরপত্র যাচাই করার কথা জানিয়েছে পর্ষদ। সেই বিজ্ঞপ্তির পরেও কেটে গিয়েছে দীর্ঘ সময় কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়নি। সম্প্রতি পর্ষদের পক্ষ থেকে রেজাল্ট সংক্রান্ত ইঙ্গিত পাওয়া গেল পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

WB Primary TET Result 2023

মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে মেন্টেনেন্স সংক্রান্ত কাজের কারণে দীর্ঘ সময় কোনও আপডেট দেওয়া হয়নি। বর্তমানে দেখা যাচ্ছে ওয়েবসাইটটিতে সাম্প্রতিক কিছু আপডেট করা হয়েছে। যেখান Primary TET 2023 সংক্রান্ত অপশনগুলি চালু করা হয়েছে। বিভিন্ন অপশনের মধ্যে Check Result এবং TET-2023 CERTIFICATE – DOWNLOAD অপশন আছে। নির্দিষ্ট এই দুটি অপশনে ক্লিক করলে Registration No এবং DOB সাবমিট অপশনের নিচে Download Your Certificate বটন আছে। তবে, তথ্য সাবমিট করার পরেও এখনও কোনো সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না। কারণ, ২০২৩ সালে আয়োজিত টেট পরীক্ষার রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি।

WB Primary TET Result 2023

চাকরির খবরঃ এইট পাশে রাজ্য সরকারি পদে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ

পর্ষদের ওয়েবসাইটে এই নতুন আপডেট আসার পর বিগত টেট পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে শুরু হয়েছে জল্পনা। খুব শীঘ্রই টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত পুজোর আগেই প্রকাশ করা হতে পারে টেট পরীক্ষার রেজাল্ট। যেহেতু এখন সেপ্টেম্বর মাস চলছে তাই ২০২৪ সালের টেট পরীক্ষা আয়োজন করার জন্য পর্ষদের হাতে মাত্র ২ মাস সময় আছে। এরই মধ্যে পূববর্তী টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত না হলে নতুন পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে বাড়তি চাপের মুখে পড়বে পর্ষদ। সেক্ষেত্রে পুজোর আগেই ২০২৩ সালের আয়োজিত টেট পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি।

WB Primary TET Result 2023

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ