রাজ্যে এইট পাশে ‘কর্মবন্ধু’ নিয়োগ শুরু হল, আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর
রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা জুড়ে 'কর্মবন্ধু' নিয়োগের প্রক্রিয়া শুরু হল। পাশাপাশি অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশ যোগ্যতায় বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট একটি সুখবর। দীর্ঘ সময় পর রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা জুড়ে ‘কর্মবন্ধু’ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। একইসঙ্গে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের আবেদন শুরু হল। যে কোনো ভারতীয় নাগরিক নিজের এলাকার সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য। কর্মবন্ধু সহ রাঁধুনী, হেল্পার, দারোয়ান ইত্যাদি পদেও কর্মী নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, বয়সসীমা, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Employment No.— 1358/Avd./BCW/Msd.
পদের নাম— Karmabandhu
শিক্ষাগত যোগ্যতা— প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট এই পদের কাজের চাকরিপ্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি কর্মবন্ধু হিসেবে কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে প্রতিমাসে ৩০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
পদের নাম— Darwan
শিক্ষাগত যোগ্যতা— এই পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীকে কেবলমাত্র নথিভুক্ত যে কোনো ডাক্তারের প্রদান করা ফিজিক্যাল সার্টিফিকেট জমা করতে হবে।
মাসিক বেতন— এই পদের জন্য প্রত্যেক প্রার্থীকে প্রতিমাসে ৬০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
পদের নাম— Helper
শিক্ষাগত যোগ্যতা— এই পদে নিয়োগের জন্য প্রার্থীর রান্না এবং রান্না সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
মাসিক বেতন— সংশ্লিষ্ট পদে কর্মরত প্রার্থীদের মাসিক পারিশ্রমিক হল ৫০০০/- টাকা।
পদের নাম— Caretaker, Matron
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীকে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হল ৯০০০/- টাকা।
পদের নাম— Cook
শিক্ষাগত যোগ্যতা— এই পদে নিয়োগের জন্য প্রার্থীকে রান্না এবং রান্না সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা রাখতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ৭০০০/- টাকা।
পদের নাম— Superintendent
শিক্ষাগত যোগ্যতা— এই পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ১৫,০০০/- টাকা।
চাকরির খবরঃ সেপ্টেম্বর মাসে যে সব চাকরির আবেদন চলছে
পদের নাম | মোট শূন্যপদ | বয়সসীমা |
Karmabandhu | ২ টি | ১৮ - ৪০ বছর |
Darwan | ২ টি | ১৮ - ৪০ বছর |
Helper | ২ টি | ১৮ - ৪০ বছর |
Caretaker | ১ টি | ১৮ - ৪০ বছর |
Matron | ১ টি | ১৮ - ৪০ বছর |
Cook | ২ টি | ১৮ - ৪০ বছর |
Superintendent | ২ টি | ১৮ - ৪০ বছর |
আবেদন পদ্ধতি— প্রতিটি পদে আবেদন করার জন্য অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। প্রস্তাবিত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের। প্রার্থীদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিচে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক দেওয়া হল। উক্ত আবেদনপত্র ডাউনলোড করার পর নির্দিষ্ট তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হওয়ার পর প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট অফিসের ঠিকানায় জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা— Drop Box, Room No: 313, New Administrative Building, Berhampore, Murshidabad, Pin- 742101
প্রয়োজনীয় ডকুমেন্ট— বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, ভোটার এবং আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি।
নিয়োগ পদ্ধতি— লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা মোট ১০০ নম্বরের। ইন্টারভিউ প্রক্রিয়া মোট ২৫ নম্বরের।
চাকরির খবরঃ ভারতীয় রেলে ১১,৫৫৮ শূন্যপদে কর্মী নিয়োগ
আবেদনের শেষ তারিখ— ১৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে আগ্রহী প্রার্থীদের।
Official Notification: Download Now
Application Form: Download Now