আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। ছাত্র- ছাত্রীরা ইতিমধ্যেই যথেষ্ট মনোযোগ সহকারে লেখাপড়া করছে। তবে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুর্দান্ত একটি বাংলা প্রতিবেদন এবং প্রবন্ধ রচনা সাজেশন তৈরি করা হয়েছে এক্সাম বাংলা টিমের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা। পরীক্ষার আগের মুহূর্তে ছাত্র-ছাত্রীদের অনবদ্য নম্বর পাওয়ার জন্য বাংলার এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
[quads id=16]
প্রিয় ছাত্র-ছাত্রীরা, মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়টি নিয়ে যদি তোমরা চিন্তিত হয়ে থাকো, তাহলে তোমাদের সেই চিন্তার অবসান ঘটাবে এক্সাম বাংলা টিম। ইতিমধ্যেই এক্সাম বাংলার পক্ষ থেকে বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন দেওয়া হয়েছে। আর এবারে প্রতিবেদন এবং প্রবন্ধ রচনা একটি বিস্তারিত সাজেশন তৈরি করা হয়েছে। বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের প্যাটার্ন অনুসরণ করে নিম্নলিখিত সাজেশনটি তৈরি করা হয়েছে। ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এই সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
মাধ্যমিক প্রতিবেদন রচনা সাজেশন
১) ‘নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া’ – এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
২) ‘পথ নিরাপত্তা সপ্তাহে পথ দেখালো ছাত্রছাত্রীরা’- এ বিষয়ে সংবাদপত্রে প্রতিবেদন রচনা করো।
৩) বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
৪) ‘জলের অপচয় রোধে সচেতনতা শিবির’ – এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
৫) ‘মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি’ – এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো।
৬) ‘বাড়ছে পলিথিনের ব্যবহার, বাড়ছে দূষণ’ – এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো।
৭) ‘প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিদ্যালয়ের ছাত্ররা’ – এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো।
৮) ‘অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের অসহায়তা’ – এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৫
মাধ্যমিক ২০২৫ বাংলা প্রবন্ধ রচনা সাজেশন
১) বাংলার উৎসব।
২) একটি বৃষ্টিমুখর দিনের অভিজ্ঞতা।
৩) বিজ্ঞান ও কুসংস্কার।
৪) পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা।
৫) একটি রাস্তার আত্মকথা। অথবা, একটি পথের আত্মকথা।
৬) বিশ্ব উষ্ণায়ন।
৭) খেলাধুলা ও ছাত্রসমাজ।
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৫
[quads id=16]
৮) ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা। অথবা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা।
৯) দৈনন্দিন জীবনে বিজ্ঞান।
১০) তোমার জীবনের লক্ষ্য।
১১) বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। অথবা, বিজ্ঞানের ভালো মন্দ।
১২) বাংলার ঋতু বৈচিত্র্য।
১৩) পরিবেশ দূষণ ও ছাত্র- ছাত্রীদের ভূমিকা।
১৪) সমাজ জীবনে মেলার প্রয়োজনীয়তা।
১৫) বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কার।
১৬) একটি নদীর আত্মকথা।
১৭) সাম্প্রদায়িক সম্প্রীতি ও বর্তমান ভারত।
১৮) পরিবেশ দূষণ ও তার প্রতিকার।
১৯) একটি গাছ একটি প্রাণ।
২০) বন ও বন্যপ্রাণী সংরক্ষণ।
মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য দুর্দান্ত বই
আর মাত্র ১৯ দিন পর মাধ্যমিক পরীক্ষা। তাই আর বেশি দেরি না করে আজকের সাজেশনটি দেখে প্রতিবেদন এবং প্রবন্ধ রচনাগুলি তৈরি করে ফেলো।
[quads id=16]






