চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

CISF Constable Recruitment: মাধ্যমিক পাশে কনস্টবল নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

ভারতবর্ষে বহু যুব সম্প্রদায় রয়েছেন, যারা দেশের জন্য দেশের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করার স্বপ্ন দেখেন। তাদের জন্যই এবার বিশাল শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF। এখানে একাধিক পদের জন্য পুরুষ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। CISF এর বিভিন্ন পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, পদের বিবরণ, শূন্য পদের সংখ্যা, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত সমস্ত তথ্য বিশদে জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে এই প্রতিবেদনটি।

[quads id=16]

CISF Constable Recruitment

যে সমস্ত পদে নিয়োগ করা হবে- কনস্টেবল পদের অন্তর্গত ড্রাইভার এবং ড্রাইভার কাম পাম্প অপারেটর।
মোট শূন্যপদের সংখ্যা- ১১২৪ টি।

বয়স সীমা- ০৪/০৩/২০২৫ তারিখের হিসাব অনুসারে, ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের মধ্যে তপশিলি জাতি, উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বমায় মোট ৫ বছরের এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীরা মোট ৩ বছরের ছাড় পাবেন।

মাসিক বেতনের পরিমাণ- উপরে উল্লেখিত পদগুলিতে নিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের বেতনক্রম ৩ অনুসারে প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে বেতন পাবেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসেবে মূল বেতনের পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধা থাকবে নিযুক্ত কর্মীদের জন্য।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ ব্যাংকে ক্লার্ক নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?

শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতাতেই চাকরি প্রার্থীরা এই পদে আবেদনের সুযোগ পাচ্ছেন। তবে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের কাছে আবশ্যিকভাবে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোর পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে।

আবেদন পদ্ধতি- CISF এর https://cisfrectt.cisf.gov.in. -এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের। তবে আবেদনের পূর্বে অবশ্যই ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে বুঝে নেবেন। এরপর অফিসিয়াল ওয়েবসাইটে সঠিক বিবর্তনের সাথে আবেদন পত্র পূরণ করে ০৪/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। এই পদে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র-

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • ড্রাইভিং লাইসেন্স
  • বয়সের প্রমাণপত্র
  • আধার কার্ড

[quads id=16]

আরও পড়ুনঃ বাঁকুড়া জেলার একটি বেসরকারি স্কুলে শিক্ষক নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাইকরণ এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ