Kolkata Job Fair 2025: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই চাকরি মেলায় সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন আবেদনকারীরা। এক জায়গায় এক ছাদের তলায় বিভিন্ন কোম্পানির চাকরির ইন্টারভিউ দেওয়ার সুযোগ থাকছে চাকরিপ্রার্থীদের কাছে। চাকরি মেলার পাশাপাশি এখানে অ্যাপ্রেন্টিস পদেও নিয়োগ করা হবে। ২০২৫ সালের চাকরিপ্রার্থীদের জন্য এটি দুর্দান্ত সুখবর। তাই কিভাবে আবেদন জানাবেন? কবে এই মেলা আয়োজন করা হচ্ছে? কোথায় কিভাবে অংশগ্রহণ করতে হবে? এই সমস্ত তথ্যই বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন এখানেই। তাই সরাসরি চাকরি পেয়ে যাওয়ার জন্য অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়বেন।
[quads id=21]
Kolkata Job Fair 2025
চাকরিপ্রার্থী এবং ছাত্র-ছাত্রীদের জন্য ২০২৫ সালের জন্য রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলায় জব ফেয়ার এবং অ্যাপ্রেন্টিস মেলার আয়োজন করা হয়েছে। এক জায়গার মধ্যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি পাওয়ার সুযোগ থাকবে চাকরিপ্রার্থীদের কাছে। রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হচ্ছে। তবে এক্ষেত্রে সরাসরি লোকেশনে পৌঁছে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন না চাকরি প্রার্থীরা। ইচ্ছুক ক্যান্ডিডেটদের অনলাইন মাধ্যমে আগে থেকে আবেদনপত্র জমা করতে হবে।
কারা আবেদন জানাতে পারবেন?
১) পশ্চিমবঙ্গ রাজ্যের ভোকেশনাল, পলিটেকনিক, আইটিআই পাস করা সকল চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন।
২) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) এখানে পুরুষ মহিলা নির্বিশেষে সকল চাকরিপ্রার্থী আবেদনের যোগ্য।
৪) রাজ্যের বেকার কর্মসংস্থানহীন চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্যই মূলত এই জব ফেয়ার আয়োজন করা হয়েছে। তাই কোন সংগঠিত কাজের সঙ্গে যুক্ত অভিজ্ঞ কর্মীরা এখানে আবেদন জানাতে পারবেন না।
[quads id=21]
চাকরির খবরঃ ৬৭৬টি শূন্য পদে IDBI ব্যাংকে নিয়োগের সুযোগ
কীভাবে আবেদন জানাবেন?
রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলায় এই চাকরি মেলাটি পরিচালনার দায়িত্বে রয়েছে টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেকশন। চাকরিপ্রার্থীদের আগে থেকে আবেদনের জন্য অবশ্যই নিচে দেওয়া কিউআর কোড ডিস স্ক্যান করে আবেদন জানাতে হবে। চাকরিপ্রার্থীরা ১৯শে মে ২০২৫ তারিখ পর্যন্ত শেষ আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি নিচে উল্লেখ করা হলো।

চাকরির খবরঃ Railway NTPC সিলেবাস 2025
রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলায় অবস্থিত সরকারি প্রভাস রায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে এই মেলাটির আয়োজন করা হয়েছে। আগামী ২০শে মে ২০২৫ তারিখে সকাল ১০ টা থেকে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে। ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই আগে থেকে আবেদন জানাতে হবে এবং উল্লেখিত দিনে সঠিক সময়ের মধ্যে মেলা প্রাঙ্গণে পৌঁছে যেতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য- আবেদনের ক্ষেত্রে বা অন্য কোন বিষয়ে সমস্যার সম্মুখীন হলে অবশ্যই 033-2450 1341 এই অফিসার নম্বরে অথবা tetsd.wb.gov.in/rojgar_seva/ এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন চাকরিপ্রার্থীরা।






