স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা SAIL এর তরফে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এই মর্মে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। যেখান থেকে জানা যাচ্ছে, চাকরি প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকেই আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন, ১৯৬১ অনুসারে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে চাকরি প্রার্থীরা তেমন বিভিন্ন ট্রেডের বিষয়ে কর্মদক্ষতা অর্জন করতে পারবেন, তেমনি প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন মূল্যবান অভিজ্ঞতা সার্টিফিকেট এবং পরবর্তীকালে দুর্দান্ত চাকরির সুযোগ। ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য EXAM BANGLA -র তরফে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো।
পদের নাম- অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।
শূন্য পদের সংখ্যা- ৩০২ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে-
- ইলেকট্রিশিয়ান,
- ফিটার,
- রিগার,
- টার্নার,
- ওয়েল্ডার,
- মেশিনিস্ট,
- প্লাম্বার,
- মোটর ভেইকেল মেকানিক,
- ড্রাফ্টসম্যান ইত্যাদি।
বয়স সীমা- ২০/০৫/২০২৫ তারিখ অনুসারে ন্যূনতম ১৮ বছর বয়সী হলে তবেই চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সংরক্ষিত ট্রেনের চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় ও রিজার্ভেশন এর সুবিধা পাবেন।
মাসিক স্টাইপেন্ড- সরকারি অ্যাপ্রেন্টিস আইন অনুসারে, প্রশিক্ষণ চলাকালীন নিযুক্ত কর্মীদের সরকার এবং নিয়োগকারী সংস্থার তরফে স্টাইপেন্ড দেওয়া হয়। এই পদে নিযুক্ত কর্মীরা চিকিৎসাগত একাধিক সুযোগ-সুবিধার পাশাপাশি প্রতি মাসে ৭৭০০ টাকা থেকে ৭০০০ টাকার মধ্যে স্টাইপেন্ড পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- চাকরিপ্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ এবং আইটিআই পাস করে থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন। অবশ্যই নির্দিষ্ট ট্রেডে আইডিয়াই যোগ্যতা থাকতে হবে ইচ্ছুক আবেদনকারীর।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ শুরু হল
অন্যান্য যোগ্যতা- যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যেই ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন, ১৯৬১ অনুসারে অন্য কোন সংস্থায় অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত হয়েছেন অথবা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন সেরে ফেলেছেন, তারা এই পদে আবেদন জানাতে পারবেন না। SAIL এর তরফে বর্তমানে ভারতীয় স্থায়ী নাগরিকদের এই পদে আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। তাই ভারতবর্ষের যে কোন জেলা থেকে পুরুষ মহিলা নির্বিশেষে সঠিক যোগ্যতার চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
চাকরির খবরঃ ৪৪,২০৩ টি শূন্য পদে রাজ্যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ
নিয়োগ পদ্ধতি- উপরে উল্লেখিত বিভিন্ন ট্রেডে মোট এক বছরের প্রশিক্ষণ সময়ের জন্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আইটিআই এর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ ছাড়াই সরাসরি কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে।
আবেদন পদ্ধতি- ভারতীয় অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীকে সবার আগে এপ্রেন্টিস পোর্টালে গিয়ে আবেদন জানাতে হয়। এর জন্য NAPS পোর্টালে গিয়ে প্রথমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে আবেদনপত্র জমা করতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.