IBPS CRP Clerk Recruitment: ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর প্রকাশ করল IBPS। বিপুল পরিমাণে চাকরি প্রার্থী ব্যাংকের ক্লার্ক পরীক্ষার জন্য গোটা বছর ধরে প্রস্তুতি নিয়ে থাকেন। এবারে তাদের জন্যই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাষ্ট্রায়ত্ত একাধিক ব্যাংকে এই নিয়োগটি হতে চলেছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য আজকের প্রতিবেদন থেকে জানতে পারবেন। EXAM BANGLA র তরফে এই নিয়োগের পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এবং পরীক্ষার সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এই প্রতিবেদনে।
নিয়োগ কারী সংস্থা- IBPS।
পদের নাম- ক্লার্ক।
যে সমস্ত ব্যাংকে নিয়োগ করা হবে-
- ব্যাঙ্ক অফ বরোদা,
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র,
- কানাডা ব্যাঙ্ক,
- সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
- ইন্ডিয়ান ব্যাঙ্ক,
- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক,
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক,
- ইউকো ব্যাংক,
- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
- পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্ক।
মোট শূন্য পদের সংখ্যা- ১০,২৭৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারতবর্ষের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েট অর্থাৎ স্নাতক চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
চাকরির খবরঃ প্রভিডেন্ট ফান্ড দপ্তরে ২৩০ টি শূন্য পদে কর্মী নিয়োগ
বয়স সীমা- অন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত এই পদে আবেদন জানানো যাবে। যদিও সংরক্ষিত শ্রেণীর সকল চাকরি প্রার্থী সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে এই নিয়োগের ক্ষেত্রে ছাড় পাবেন।
মাসিক বেতন- বিভিন্ন সরকারি ব্যাংকের ক্লার্ক পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের বেতনক্রম মেনে নির্ধারিত বেতন পাবেন। এই পদে নিযুক্ত হলে মাসিক বেতন শুরু হবে ২৪,০৫০ টাকা থেকে। মূল বেতনের পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা এবং ব্যাংকের কর্মচারী হিসেবে একাধিক অ্যালাওয়েন্স পাবেন নিযুক্ত কর্মীরা।
চাকরির খবরঃ দক্ষিণ দিনাজপুর জেলায় হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি- IBPS Clerk CRP CSA XV নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের ২টি লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রতিটি চাকরিপ্রার্থীকে প্রথমে প্রিলিমিনারি ও তারপর মেন্স পরীক্ষা দিতে হবে। এই ২টি ধাপে উত্তীর্ণ হলে স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশন করে নির্দিষ্ট ব্যাংকে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।
পরীক্ষার সিলেবাস:
- প্রিলিমিনারি পরীক্ষা- ইংরেজি ভাষা, গণিত ও রিজনিং।
- মেইন্স পরীক্ষা- সাধারণ/ফাইনান্সিয়াল জ্ঞান, সাধারণ ইংরেজি, রিজনিং ও গণিত।
চাকরির খবরঃ উত্তর ২৪ পরগণা জেলায় সেন্টার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ
আবেদন পদ্ধতি- IBPS CRP Clerk Recruitment এর জন্য চাকরিপ্রার্থীরা অনলাইনে ০১/০৮/২০২৫ তারিখ থেকে ২১/০৮/২০২৫ তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য www.ibps.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই আবেদনপত্র পূরণ করে জমা করতে পারবেন।
আবেদন মূল্য- SC/ST/PwBD/ESM/ DESM চাকরি প্রার্থীদের ১৭৫ টাকা এবং অন্যান্য চাকরিপ্রার্থীদের ৮৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.