NIACL AO 2025: ৫৫০ টি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করল NIACL! যথাযথ যোগ্যতার চাকরিপ্রার্থীরা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে NIACL এ চাকরির সুযোগ পাবেন। উল্লেখিত পদের জন্য আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তাই আর বেশি দেরি না করে বিস্তারিত তথ্য জেনে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সেরে ফেলুন।
নিয়োগ কারী সংস্থা- The New India Assurance Company (NIACL)।
পদের নাম- অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AO)।
মোট শূন্য পদের সংখ্যা- ৫৫০ টি।
আবেদনের সময়সীমা- ০৭/০৮/২০২৫ থেকে ৩০/০৮/২০২৫।
শিক্ষাগত যোগতা- NIACL এর পক্ষ থেকে একাধিক বিশেষজ্ঞ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সমস্ত পদগুলিতে আবেদনের জন্য যথাযথ যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন চাকরি প্রার্থীদের প্রয়োজন হবে। বিভিন্ন পদ অনুসারে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রীর পাশাপাশি নির্দিষ্ট ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীর।
চাকরির খবরঃ ৫১৮০ টি শূন্য পদে স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ
অফিসিয়াল ওয়েবসাইট- ibpsonline.ibps.in
বয়স সীমা- চাকরি প্রার্থীদের আবশ্যিকভাবে ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের মধ্যবর্তী হতে হবে। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় পাবেন নিয়োগের ক্ষেত্রে।
আবেদন পদ্ধতি- NIACL এর পক্ষ থেকে চাকরি প্রার্থীদের ibpsonline.ibps.in এই অফিসার ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে আবেদন পত্র জমা করে দিতে হবে। চাকরি প্রার্থীরা ৩০/০৮/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন পত্র জমা করতে পারবেন।
চাকরির খবরঃ WBSSC Group C and D Recruitment Notice
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
প্রয়োজনীয় নথি-
- আবেদনকারীর পরিচয় পত্র,
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
- অভিজ্ঞতার প্রমাণপত্র,
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি,
- আবেদনকারীর স্বাক্ষর,
- জাতিগত সার্টিফিকেট ইত্যাদি।
নিয়োগ পদ্ধতি- NIACL AO 2025 নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ৩টি ধাপে লিখিত পরীক্ষা দিতে হবে।
- Phase 1 অবজেক্টিভ লিখিত পরীক্ষা,
- Phase 2 ডেসক্রিপ্টিভ ও অবজেক্টিভ লিখিত পরীক্ষা,
- ইন্টারভিউ।
পরীক্ষার সিলেবাস-
Phase 1: প্রথম ধাপের লিখিত পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষা, রিজনিং এবং গণিত বিষয়ের মোট ১০০ টি প্রশ্ন থাকবে। এক্ষেত্রে প্রতিটি সেকশনে ২০ মিনিট করে মোট ১ ঘন্টা সময় পাবেন চাকরিপ্রার্থীরা।
Phase 2: দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় রিজনিং, ইংরেজি ভাষা, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ের মোট ২০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে চাকরিপ্রার্থীদের। এর পাশাপাশি চিঠি এবং প্রবন্ধ লেখার পরীক্ষাও থাকবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.