চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১২ হাজার টাকা

বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। দেশের অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সারা ভারত জুড়ে তাদের বিভিন্ন শাখায় ৬০০ জন শিক্ষানবিশ (Apprentice) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এই তালিকায় পশ্চিমবঙ্গ থেকেও অনেকগুলি শূন্য পদ রয়েছে। ‘অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১’ অনুযায়ী ২০২৫-২৬ প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১২,৩০০ টাকা করে স্টাইপেন্ড প্রদান করবে ব্যাংক। নিয়োগ সংক্রান্ত আরো খুঁটিনাটি বিষয় জানতে খবরটি শেষ পর্যন্ত পড়ুন।

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৬০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ

ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে মোট ৬০০টি শূন্যপদের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে মহারাষ্ট্রে, ২৬১ টি। আর পশ্চিমবঙ্গের শূন্যপদের সংখ্যা ১৪ টি। পশ্চিমবঙ্গের ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদের সংখ্যা নিচে দেওয়া হল-

Category Vacancy
UR 7
OBC 3
SC/ ST 3
EWS 1

বয়সসীমা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনকারীর বয়স ৩০শে নভেম্বর, ২০২৫ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।

Category Relaxation
SC/ ST ৫ বছর
OBC ৩ বছর
PwD ১০ থেকে ১৫ বছর পর্যন্ত ছাড় পাবেন
Ex-serviceman ৫০ বছর পর্যন্ত

আবেদনের যোগ্যতা

১) প্রার্থীকে ভারত সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Bachelor’s Degree) পাস হতে হবে।
২) সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় কথা বলা, পড়া এবং লেখায় পারদর্শী হওয়া আবশ্যিক।
৩) যারা আগে অন্য কোনো সংস্থায় শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন বা বর্তমানে কাজ করছেন, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।

স্টাইপেন্ড

এই প্রশিক্ষণের মেয়াদ হবে এক বছর এবং নির্বাচিত প্রার্থীরা মাসে ১২,৩০০ টাকা স্টাইপেন্ড পাবেন। স্টাইপেন্ড ছাড়া অন্য কোনো ভাতা বা সুবিধা পাওয়া যাবে না।

নির্বাচন প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে মেধা তালিকার মাধ্যমে। দ্বাদশ শ্রেণীর (HSC) বা ডিপ্লোমায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে। মেধা তালিকায় পান পাওয়া প্রার্থীদের ডাকা হবে নথী যাচাই এবং মেডিকেল পরীক্ষার জন্য। যারা সেই ধাপ পাশ করবেন তাদেরকে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ দেবে ব্যাংক।

আবেদন পদ্ধতি

১) আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://bankofmaharashtra.bank.in –এ যেতে হবে
২) ‘Careers’ > Recruitment Process > Current Openings এ গিয়ে ‘Online application for engagement of apprentices under the Apprentice act, 1961 project 2025 – 26’ লিঙ্কে ক্লিক করে APPLY ONLINE -এ ক্লিক করতে হবে।
২) ‘Click here for new registration’ এ ক্লিক করে নিজের নাম, বয়স, ফোন নাম্বার, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) মোবাইল এবং ইমেইল ওটিপি ভেরিফাইড হবার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
৪) এরপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
৫) সবশেষে আবেদন ফি জমা করে দিলেই কাজ শেষ।

আবেদন ফি

Category Fees
UR/ OBC/ EWS 150+ GST
SC/ ST 100+ GST
PwDs are exempted from payment

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • এক কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
  • বয়সের প্রমাণপত্র
  • আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা অন্য যেকোনো সচিত্র
  • পরিচয় পত্র
  • স্নাতক পাশের মার্কশিট
  • লেফট থাম্ব ইমপ্রেসন
  • একটি হাতে লেখা ডিক্লারেশন (বিষয়বস্তু অফিশিয়াল
  • নোটিফিকেশনে পাওয়া যাবে)
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে )
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)
  • এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে পেনশনের পি পি ও কাগজ বা শেষ
  • মাসের পেমেন্ট স্লিপ

আবেদনের শেষ তারিখ

এই অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ হল ২৫/০১/২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

🚨 Application Period Closed

The application deadline for this recruitment has ended. Stay updated with the latest চাকরির খবর notifications.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ