রাজ্যের একটি বাংলা মিডিয়াম স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনরূপ আবেদন ফি লাগবেনা। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার্স
মোট শূন্যপদ- ৩ টি। (Physics, Chemistry, Botany)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে M.Sc সহ B.ed করা থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে NEET কোচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত।
চাকরির খবরঃ GAIL দপ্তরে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
Email address- manigramtergetmission@gmail.com
আবেদনের শেষ তারিখ- ২৭ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন।
Official Notification: Download Now
Daily Job Update: Click Here







