ANM GNM Latest Notice: পশ্চিমবঙ্গের যেসমস্ত ছাত্রীরা নার্সিং নিয়ে পড়াশোনায় আগ্রহী, তাদের জন্য এবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। নার্সিং এর কোর্সে ভর্তির জন্য প্রতিটি ইচ্ছুক ছাত্রীকেই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আর সেই প্রবেশিকা পরীক্ষা পরিচালনায় থাকে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার বোর্ডের তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হল (ANM GNM Latest Notice)। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
[quads id=21]
এক নজরে
ANM GNM Latest Notice
নার্সিং কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা মূলত এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্বীকৃত কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে অগজ়িলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি (এএনএম) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি (জিএনএম)— এই দু’টি কোর্সে ভর্তি হতে পারেন। এর মধ্যে ANM কোর্সটি ২ বছরের এবং GNM কোর্সটি ৩ বছরের হয়ে থাকে।
পরীক্ষার তারিখ
সম্প্রতি পশ্চিমবঙ্গ জয়েন্টে এন্ট্রান্স বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে ১৯ অক্টোবর বেলা ১২টা থেকে নার্সিং প্রবেশিকা পরীক্ষা শুরু হবে, যা চলবে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত।
[quads id=21]
চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে
পরীক্ষার স্থান
পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বীরভূম, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কালিম্পং-সহ বিভিন্ন জেলায় পরীক্ষার আয়োজন হতে চলেছে।
পরীক্ষার যোগ্যতা (ANM GNM Latest Notice)
- আগ্রহী প্রার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে ৪০% নম্বরের সাথে উত্তীর্ণ হতে হবে।
- প্রার্থীদের ANM কোর্সে ভর্তির জন্য অবশ্যই মহিলা হতে হবে।
- GNM কোর্সের ক্ষেত্রে পুরুষ-মহিলা সকলেই আবেদন জানাতে পারবেন।
- আগ্রহী পড়ুয়াদের বাংলায় সাবলীল হতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
প্রবেশিকা পরীক্ষার নিয়মাবলী
পড়ুয়াদের প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে মোট ১:৩০ মিনিট সময়ের মধ্যে ১১৫ নম্বরের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্নপত্র হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চন (এমসিকিউ)-এর ভিত্তিতে। লাইফ সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস, ম্যাথ্মেটিক্স, জেনারেল নলেজ বিষয়ের প্রশ্ন থাকবে পরীক্ষায়। বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজ়নিং বিষয়ের ক্ষেত্রে প্রশ্ন ইংরেজিতেই থাকবে তবে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ইংরেজি এবং বাংলায় প্রশ্ন করা হবে।
পড়ুয়ারা প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় স্থান পাবেন। সেই অনুযায়ী স্বীকৃত কলেজে ভর্তির সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা।






