চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ANM GNM Practice Set 2024 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৮

ANM GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Exam Bangla Publication -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

ANM GNM Practice Set 2024

ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Category – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

ANM GNM Practice Set in Bengali

ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Category – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ANM GNM Practice Set 8

1. টেস্টোস্টেরন হরমোনটি কোথা থেকে ক্ষরিত হয়?

[A] ডিম্বাশয়ের পীতগ্রন্থি
[B] লেডিগের আন্তরকোশ
[C] আইলেটস অফ ল্যাঙ্গারহান্স
[D] A ও B উভয়ই

উত্তরঃ [B] লেডিগের আন্তরকোশ

2. ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কি বলে?

[A] মেটাসেন্ট্রিক
[B] টেলোসেন্ট্রিক
[C] অ্যাক্রোসেন্ট্রিক
[D] সাবমেটাসেন্ট্রিক

উত্তরঃ [A] মেটাসেন্ট্রিক

3. নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্গত?

[A] প্ল্যান্টি
[B] ফাংগি
[C] প্রোটিস্টা
[D] মনেরা

উত্তরঃ [D] মনেরা

4. হিল বিকারক কোনটি?

[A] NADP
[B] ATP
[C] PGA
[D] ADP

উত্তরঃ [A] NADP

5. মাইক্রোস্ফিয়ার মডেল দেন কোন বিজ্ঞানী?

[A] মিলার
[B] ওপারিন
[C] সিডনি ফক্স
[D] ক্যাশিমির ফ্রাঙ্ক

উত্তরঃ [C] সিডনি ফক্স

6. বহিঃপরজীবী প্রাণী কোনটি?

[A] গোলকৃমি
[B] ফিতাকৃমি
[C] জোঁক
[D] উকুন

উত্তরঃ [D] উকুন

আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৭

7. হৃদপিন্ডের প্রসারণ কে কি বলা হয়?

[A] সিস্টোল
[B] ডায়াস্টোল
[C] পলিস্টোল
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] ডায়াস্টোল

8. ক্যাকটাসের পাতার কাঁটায় রূপান্তরকে কি বলা হয়?

[A] অভিযোজন
[B] অভিব্যক্তি
[C] বিবর্তন
[D] অঙ্গজ জনন

উত্তরঃ [A] অভিযোজন

9. লিভারের একক কি?

[A] অস্টিও
[B] নিউরোন
[C] কার্ডিয়াক
[D] হেপেটিক

উত্তরঃ [D] হেপেটিক

10. মাইটোকনড্রিয়ার নামকরণ করেন কোন বিজ্ঞানী?

[A] বোবরি
[B] পুর্কিঞ্জে
[C] অল্টম্যান
[D] বেন্ডা

উত্তরঃ [D] বেন্ডা

11. রক্ত কি ধরনের কলা?

[A] আবরণী কলা
[B] স্নায়ুকলা
[C] পেশিকলা
[D] যোগকলা

উত্তরঃ [D] যোগকলা

ANM GNM Practice Set 2024

12. মস্তিষ্কের ওজন কত?

[A] ১ কেজি
[B] ১.৫ কেজি
[C] ২ কেজি
[D] ২.৩ কেজি

উত্তরঃ [B] ১.৫ কেজি

13. পত্রজ জনন সম্পন্ন হয় কোন উদ্ভিদে?

[A] চুপড়ি আলু
[B] কচুরিপানা
[C] পাথরকুচি
[D] মিষ্টি আলু

উত্তরঃ [C] পাথরকুচি

14. 12V বিভবপ্রভেদের দুটি বিন্দুর মধ্যে 2 কুলম্ব আধান কে নিয়ে যেতে কত কার্য করতে হবে?

[A] 2 J
[B] 6 J
[C] 12 J
[D] 24 J

উত্তরঃ [D] 24 J

15. হেবার পদ্ধতিতে কি প্রস্তুত করা হয়?

[A] ন্যাপথালিন
[B] ইউরিয়া
[C] অ্যামোনিয়া
[D] ব্লিচিং পাউডার

উত্তরঃ [C] অ্যামোনিয়া

16. তড়িৎপ্রবাহের একক কি?

[A] ভোল্ট
[B] জুল
[C] অ্যাম্পিয়ার
[D] কেলভিন

উত্তরঃ [C] অ্যাম্পিয়ার

ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇

ANM GNM Practice Set 2024

17. A বস্তুর ভর 50 kg এবং B বস্তুর ভর 100 kg হলে কোন বস্তুর জাড্যের পরিমাণ বেশি হবে?

[A] উভয়ের সমান হবে
[B] অভিকর্ষজ ত্বরণ এর ওপর নির্ভরশীল
[C] A বস্তুর
[D] B বস্তুর

উত্তরঃ [D] B বস্তুর

18. ভরসংখ্যা = ?

[A] নিউট্রন সংখ্যা − পারমাণবিক সংখ্যা
[B] ইলেকট্রন সংখ্যা + প্রোটন সংখ্যা
[C] প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
[D] ইলেকট্রন সংখ্যা − নিউট্রন সংখ্যা

উত্তরঃ [C] প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা

19. ক্যান্ডেলা কিসের একক?

[A] দীপ্তি প্রবাহ
[B] তাপ
[C] আলোর তীব্রতা
[D] দীপ্তি প্রাবল্য

উত্তরঃ [D] দীপ্তি প্রাবল্য

20. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়?

[A] বীজ
[B] পাতা
[C] ফুল
[D] বাকল

উত্তরঃ [D] বাকল

ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇

ANM GNM Practice Set 2024

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ