Bank Job 2021: ব্যাংকে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! কেন্দ্র সরকারের অধীনস্থ একটি ব্যাংকে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ করা হবে Bank of Baroda ব্যাংকে। পশ্চিমবঙ্গের কলকাতায় শূন্যপদ রয়েছে। কোনরকম লিখিত পরীক্ষা নেই। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। Bank of Baroda Recruitment 2021.
এক নজরে
Bank of Baroda Recruitment 2021
Post Details
[quads id=10]
পদের নাম- সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
শূন্যপদ- 407 টি
বয়সসীমা- 1লা এপ্রিল 2021 এর হিসাবে 24 থেকে 35 বছরের মধ্যে।
পদের নাম- ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার
শূন্যপদ- 50 টি
বয়সসীমা- 1লা এপ্রিল 2021 এর হিসাবে 23 থেকে 35 বছরের মধ্যে।
পদের নাম- টেরিটরি হেড
শূন্যপদ- 44 টি
বয়সসীমা- 1লা এপ্রিল 2021 এর হিসাবে 27 থেকে 40 বছরের মধ্যে।
পদের নাম- গ্রুপ হেড
শূন্যপদ- 6 টি
বয়সসীমা- 1লা এপ্রিল 2021 এর হিসাবে 31 থেকে 45 বছরের মধ্যে।
পদের নাম- প্রডাক্ট হেড(ইনভেস্টমেন্ট এন্ড রিসার্চ)
শূন্যপদ- 1 টি
বয়সসীমা- 1লা এপ্রিল 2021 এর হিসাবে 28 থেকে 45 বছরের মধ্যে।
[quads id=10]
পদের নাম- হেড (অপারেশন অ্যান্ড টেকনোলজি)
শূন্যপদ- 1 টি
বয়সসীমা– 1লা এপ্রিল 2021 এর হিসাবে 31 থেকে 45 বছরের মধ্যে।
পদের নাম- ডিজিটাল সেলস ম্যানেজার
শূন্যপদ- 1 টি
বয়সসীমা- 1লা এপ্রিল 2021 এর হিসাবে 26 থেকে 40 বছরের মধ্যে।
পদের নাম- আইটি ফাংশনাল এনালিস্ট ম্যানেজার
শূন্যপদ- 1 টি
বয়সসীমা- 1লা এপ্রিল 2021 এর হিসাবে 26 থেকে 35 বছরের মধ্যে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা প্রতিক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
[quads id=10]
Qualification
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার, টেরিটরি হেড, গ্রুপ হেড, প্রোডাক্ট হেড পদগুলির জন্য যেকোন শাখায় স্নাতক হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। অপারেশন অ্যান্ড টেকনোলজি হেড, ডিজিটাল সেলস ম্যানেজার, আইটি ফাংশনাল এনালিস্ট ম্যানেজার পদগুলির জন্য যেকোন শাখায় স্নাতক হলেই আবেদন করতে পারবেন।
Salary
যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বেতন দেওয়া হবে।
[quads id=10]

Application Process
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.bankofbaroda.co.in/Careers.htm এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী 29 এপ্রিল পর্যন্ত।
Application Fee
জেনারেল ও OBC প্রার্থীদের আবেদন ফী বাবদ 600 টাকা এবং ST/SC/PWD ও মহিলা প্রার্থীদের 100 টাকা লাগবে। আবেদন ফি পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে।
[quads id=10]







