চাকরির খবর

অভাবের সংসারে উজ্জ্বল মেধা! ফেরিওয়ালার ছেলে এখন আইআইটি খড়গপুরে

Share

সকাল হতেই মপেডে চড়ে মালা-চুড়ি- ফিতে সহ রকমারি দ্রব্য ফেরি করতে বের হন বাঁকুড়ার কানাই কর্মকার। সারাদিনে যা বিক্রি হয় তাতেই কষ্টে-সৃষ্টে সংসার চলে কর্মকার পরিবারের। সে বাড়িরই ছোটছেলে ছোটন টপকে ফেলেছেন জেইই মেইন এবং অ্যাডভান্স পরীক্ষার গন্ডি। সুযোগ পেয়েছে খড়গপুর আইআইটি তে ইঞ্জিনিয়ারিং পড়ার।

ছোট থেকেই মেধাবি বাঁকুড়ার কর্মকার পরিবারের ছোট ছেলে ছোটন। গ্রামের বিদ্যালয়ে মাধ্যমিক পাশের পর বাঁকুড়ার একটি বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হন তিনি। উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরোনোর পরই শুরু হয় তার জীবনের উত্তরণ। তখন থেকেই আইআইটি খড়গপুর কে পাখির চোখ করে শুরু হয় তার কঠোর পরিশ্রম। স্বপ্ন আইআইটি তে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাওয়া। এরপর জেইই পরীক্ষায় অংশগ্রহণ করেন ছোটন। জেইই মেইন ও অ্যাডভান্স পরীক্ষার উত্তীর্ণ হয়ে মেধাতালিকার ওপর দিকে জায়গা করে নেন তিনি। অবশেষে খড়গপুর আইআইটি -র মতো নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ট্রেড নিয়ে পড়াশোনার সুযোগ মেলে।

বাড়ির ছোটছেলের আইআইটি তে পড়ার সুযোগ হওয়ায় খুশির বাতাবরণ কর্মকার পরিবারে। তবে এত খুশির মাঝেও বাধ সেধেছে অভাবের সংসার। আইআইটি তে সুযোগ পেলেও পড়াশোনার খরচ কিভাবে সামলাবেন, সে নিয়ে দুশ্চিন্তায় বাবা কানাই কর্মকার। ছোটনের মেধা এবং পড়াশোনার প্রতি অধ্যাবসায় দেখে শত কষ্টের মধ্যেও পড়াশোনায় ঘাটতি হতে দেননি। ছোটনও পড়াশোনার পাশাপাশি বিক্রিবাটায় সাহায্য করতেন বাবাকে। তবে এখন আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর খরচ কিভাবে সামলাবেন সে নিয়ে চিন্তিত কর্মকার পরিবার।

এখানের ৪ বছরের কোর্স অনুযায়ী খরচের ১২ লক্ষ টাকা জোগাড় করা কার্যত চ্যালেঞ্জ তাঁদের জন্য। ভর্তি বাবদ ১ লক্ষ ১৭ হাজার টাকার অঙ্ক ও কম নয়। এবং আগামী ৯ই ডিসেম্বরের মধ্যেই ভর্তির এই লক্ষাধিক টাকা জমা দিতে হবে। সাথে রয়েছে কাউন্সিলিং এর খরচ ৩৫ হাজার টাকা। তবে জানা যায় প্রতিবেশী, শিক্ষক, বন্ধু-বান্ধব দের সাহায্যার্থে কাউন্সিলিং এর টাকা উঠলেও পড়াশোনার বাকি খরচ চালানো একপ্রকার কঠিন তাঁদের ক্ষেত্রে। তাই কর্মকার পরিবারের কথায়, সরকারি সাহায্য পেলে হয়তো ছোটনের স্বপ্নপূরণের পথের বাধা দূর হবে। সরকারি সাহায্য চায় ছোটন নিজেও। এসব বাধা অতিক্রম করে ছেলের স্বপ্ন যাতে পূরণ হয়, সেদিকেই তাকিয়ে বাঁকুড়ার কর্মকার পরিবার।

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

5 hours ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

7 hours ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

10 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

14 hours ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

1 day ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

2 days ago