পরীক্ষা প্রস্তুতি

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা পেডাগজি প্র্যাকটিস সেট- ১: পরিবেশ বিদ্যা পেডাগজি বিষয়ের ১৫ টি প্রশ্নোত্তর

Share

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Pedagogy Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET EVS Pedagogy Practice Set

১) নিচের কোন শব্দ থেকে পরিবেশ বা Environment শব্দটি এসেছে?
[A] Environ
[B] Envios
[C] Environs
[D] Envirion
উঃ [A] Environ

২) “Environ” শব্দটি একটি-
[A] লাতিন শব্দ
[B] জার্মান শব্দ
[C] ফরাসি শব্দ
[D] গ্রিক শব্দ
উঃ [C] ফরাসি শব্দ

৩) মানুষের পরিবেশের প্রাথমিক উপাদান হল-
i) মাটি, জল ii) বায়ু iii) উদ্ভিদ ও প্রাণী নিচের কোনটি সঠিক?
[A] i) ও ii)
[B] i) ও iii)
[C] ii) ও iii)
[D] i), ii) ও iii)
উঃ [D] i), ii) ও iii)

৪) নিচের কোনটি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়?
[A] মূল্যবোধ
[B] শিক্ষা
[C] মানুষ
[D] অর্থনীতি
উঃ [C] মানুষ

৫)” পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট মানুষকে ঘিরে সকল অবস্থার যোগফল বোঝায়”। এই সংজ্ঞাটি কে দিয়েছেন?
[A] আর্মস
[B] পিটার হ্যাগেট
[C] পার্ক
[D] ম্যাকটি
উঃ [C] পার্ক

৬) পরিবেশ কত প্রকার?
[A] 2 প্রকার
[B] 3 প্রকার
[C] 4 প্রকার
[D] 5 প্রকার
উঃ [B] 3 প্রকার

৭) মানুষ এ পৃথিবীতে-
i) বাস করে
ii) জীবনযাত্রা নির্বাহ করে
iii) বিচরণ করে
কোনটি সঠিক?
[A] i) ও ii)
[B] ii) ও iii)
[C] i) ও iii)
[D] i), ii) ও iii)
উঃ [D] i), ii) ও iii)

৮) নিচের কোনটি পরিবেশের জড় উপাদানের অন্তর্ভুক্ত নয়?
[A] বায়ু
[B] আদ্রতা
[C] গাছপালা
[D] আলো
উঃ [C] গাছপালা

৯) পরিবেশের উপাদান কয়টি?
[A] 2 টি
[B] 3 টি
[C] 4 টি
[D] 5 টি
উঃ [A] 2 টি

১০) প্রকৃতির সকল দান মিলেমিশে কি তৈরি হয়?
[A] ভূগোল
[B] পরিবেশ
[C] সমাজ
[D] সংস্কৃতি
উঃ [B] পরিবেশ

আরও পড়ুনঃ
প্রাইমারি টেট বাংলা প্রাকটিস সেট
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রাকটিস সেট
প্রাইমারি টেট পেডাগজি প্রাকটিস সেট

১১) মানুষের বাসস্থানকে ঘিরে কোন ধরনের অবস্থা বিরাজমান?
[A] অর্থনৈতিক
[B] রাজনৈতিক
[C] অর্থসামাজিক
[D] পারিপার্শ্বিক
উঃ [D] পারিপার্শ্বিক

১২) জীবদের নিয়ে গঠিত পরিবেশের নাম কী?
[A] জীব পরিবেশ
[B] ভৌত পরিবেশ
[C] প্রাকৃতিক পরিবেশ
[D] সামাজিক পরিবেশ
উঃ [A] জীব পরিবেশ

১৩) মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্টি পরিবেশ কোন ক্ষেত্রে প্রভাব ফেলবে?
[A] মানুষের কর্ম ও ব্যস্ততায়
[B] মানুষের অসীম বুদ্ধিমত্তায়
[C] মানুষের আচার-আচরণে
[D] মানুষের টিকে থাকায়
উঃ [A] মানুষের কর্ম ও ব্যস্ততায়

১৪) পরিবেশ বিজ্ঞানী আর্মস জীব সম্প্রদায়ের কোন ধরনের অবস্থাকে পরিবেশ বলে অভিহিত করেন?
[A] জৈব ও প্রাকৃতিক অবস্থা
[B] অজৈব ও সামাজিক অবস্থা
[C] জৈব ও অজৈব অবস্থা
[D] অজৈব ও পারিবারিক অবস্থা
উঃ [A] জৈব ও প্রাকৃতিক অবস্থা

১৫) জড় ও জীবের উপাদান নিয়ে গঠিত-
i) ভৌত পরিবেশ
ii) প্রাকৃতিক পরিবেশ
iii) সামাজিক পরিবেশ
নিচের কোনটি সঠিক ?
[A] i) ও ii)
[B] i) ও iii)
[C] ii) ও iii)
[D] i), ii) ও iii)
উঃ [A] i) ও ii)

Primary TET Practice Set PDF Download

পেডাগজি পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Pedagogy EVS Practice Set: Download Now

This post was last modified on November 7, 2022 2:39 pm

সর্ব শেষ প্রকাশিত

WB HS Result 2024 | উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ জানিয়ে দিল সংসদ

উচ্চ মাধ্যমিক ২০২৪ -এর রেজাল্ট কবে প্রকাশ পাবে সেই নিয়ে জল্পনা চলছিল রাজ্যের শিক্ষা মহলে।…

20 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৬

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

1 day ago

তীব্র গরমের মধ্যেই আগামীকাল রাজ্যের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা! শেষ মুহূর্তের আপডেট দেখে নিন

তীব্র গরমের দাবদাহের মধ্য দিয়ে দিন কাটছে পশ্চিমবঙ্গবাসীর। সকাল থেকে গরমের প্রকোপ অসহ্যরকম। ইতিমধ্যেই এবছরের…

2 days ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মোবাইলের মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি তারিখে। প্রায় দীর্ঘ ২ মাস…

2 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 27 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

2 days ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৬

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

3 days ago