চাকরির খবর

ইন্ডিয়ান আর্মি Rally আবেদন করুন অনলাইনে, মাধ্যমিক/ H.S./ এইট পাশে

Share

পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মির Rally ‘র জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Rally হবে ব্যারাকপুরে। মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এই Rally -তে অংশগ্রহণ করতে পারবেন। Indian Army Rally in Barrackpore, West Bengal. ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। Barrackpore Indian Army Rally 2021.

Rally স্থান- ব্যারাকপুর। RCTC Ground Barrackpore Cantonment.

কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন-
উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন।

মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়োগ- ক্লিক করুন

পদের নাম- সোলজার জেনারেল ডিউটি
শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ এবং প্রতিটি বিষয়ে অন্ততপক্ষে ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে।

পদের নাম- সোলজার টেকনিক্যাল
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে প্রত্যেকটি বিষয়ে অন্ততপক্ষে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।

পদের নাম- সোলজার টেকনিকেল (এভিয়েশন/ এ্যামোনিশন এক্সামিনার)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে অন্ততপক্ষে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।

পদের নাম- সোলজার টেকনিকেল সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট/ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে অন্ততপক্ষে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে অথবা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, জীব বিদ্যা,উদ্ভিদবিদ্যা এবং ইংরেজী নিয়ে‌ ৫০ শতাংশ নম্বর সহ পাস সঙ্গে প্রতি সাবজেক্টে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।

শারীরিক পরিমাপ- সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার টেকনিক্যাল (অ্যাভিয়েশন/ অ্যামিউনিসন), সোলজার টেকনিক্যাল সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট/ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি পদ গুলির ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৯ সেমি, বুকের ছাতি হতে হবে ৭৭ সেমি এবং ৫ সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।

রাজ্যের ২৩ টি জেলায় ব্যাংকে নিয়োগ- ক্লিক করুন

পদের নাম- সোলজার ক্লার্ক/ স্টোর কিপার টেকনিক্যাল
শিক্ষাগত যোগ্যতা- আর্টস,কমার্স ও সাইন্স যেকোনো একটি বিভাগে ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে প্রতিটি বিষয়ে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর এবং অংক,একাউন্ট,বুক কিপিং এই বিষয়গুলি উচ্চমাধ্যমিকে থাকতে হবে।
শারীরিক পরিমাপ- উচ্চতা হতে হবে ১৬২ সেমি, বুকের ছাতি হতে হবে ৭৭ সেমি এবং ৫ সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।

পদের নাম- সোলজার ট্রেডসম্যান (মাধ্যমিক পাশ)
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাস সঙ্গে প্রতিটি বিষয়ে অন্ততপক্ষে ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে।
শারীরিক পরিমাপ- উচ্চতা হতে হবে ১৬২ সেমি, বুকের ছাতি হতে হবে ৭৬ সেমি এবং ৫ সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।

পদের নাম- সোলজার ট্রেডসম্যান (অষ্টম পাশ)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে প্রতিটি বিষয়ে অন্ততপক্ষে ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে।
শারীরিক পরিমাপ- উচ্চতা হতে হবে ১৬২ সেমি, বুকের ছাতি হতে হবে ৭৬ সেমি এবং ৫ সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।

বয়স- সোলজার জেনারেল ডিউটি পদ বাদে উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। এবং সোলজার জেনারেল ডিউটি প্রতিটি ক্ষেত্রে বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। উভয় ক্ষেত্রে বয়স হিসাব করবেন ০১/১০/২০২০ তারিখের হিসাবে।

নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে শারীরিক যোগ্যতার পরীক্ষা, মেডিক্যাল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। যেসব প্রার্থীরা Rally ও মেডিক্যাল টেস্টে পাশ করবেন কেবল তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষার তারিখ, পরীক্ষার সেন্টার এবং এডমিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য Rally ‘র দিন জানতে পারবেন।

ভারত পেট্রোলিয়ামে বিনামূল্যে প্রশিক্ষণ- ক্লিক করুন

Physical fitness test (PFT)-
Indian Army Rally (WB) -তে মোট 100 নম্বরের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারীরা নাম নথিভুক্ত করতে পারবেন সংশ্লিষ্ট দিন ভোর 5 টা থেকে সকাল 7 টার মধ্যে।

1.6 কিমি দৌড়। এই 1.6 কিমি দূরত্ব 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দৌড়ে সম্পূর্ণ করতে পারলে 60 নম্বর। 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে এই দূরত্ব দৌড়ে সম্পূর্ণ করতে পারলে 48 নম্বর। দৌড়াতে এর থেকে বেশি সময় লাগলে পরীক্ষার্থী ফেল করবেন।
পুল আপ। 10 বা তার বেশি পুল আপ সম্পূর্ণ করতে পারলে 40 নম্বর, 9 বার করলে 33 নম্বর, 8 বার করলে 27 নম্বর, 7 বার করলে 21 নম্বর, 6 বার করলে 16 নম্বর।
9 ফুট গর্ত পেরোনো- Need to Qualify
জিগ জাগ ব্যালেন্স টেস্ট- Need to Qualify

কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে-

👉 দ’কপি অ্যাটেস্টেড করার ফটো।
👉 লেজার প্রিন্টারে প্রিন্ট করা এডমিট কার্ড।
👉 কুড়ি কপি পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ড সাদা কালার ফটো, যেটি তিন মাসের বেশি পুরনো হবে না। এই কুড়ি কপি কালার ফটো অ্যাটেস্টেড করা যাবে না।
👉 সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
👉 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আনা স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র।
👉কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
👉 রিলিজিয়ন সার্টিফিকেট।
👉 স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট।
👉 ক্যারেক্টার সার্টিফিকেট।
👉 আনম্যারেড সার্টিফিকেট।
👉 রিলেশনশিপ সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
👉 NCC সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
👉 প্যান কার্ড এবং আধার কার্ড।
👉 ব্যাংক একাউন্ট তথ্য ও‌ পাসবুক

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। Army Rally -তে অংশগ্রহণ করার জন্য আগে থেকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করা যাবে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ২১ আগস্ট, ২০২১। তবে Rally কবে হবে এখনও জানায়নি ইন্ডিয়ান আর্মি।

Important Links:
Official Notice- Download Now
Official Website- Click Here

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২২

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

56 mins ago

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং সংস্থার পক্ষ থেকে বেশ…

5 hours ago

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৪ হাজার টাকা

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রজেক্ট ভিত্তিক কর্মী…

8 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 16 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

11 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১১

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

1 day ago

বদল হবে না WBCS -এর সিলেবাস! পরীক্ষা হবে জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে

রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম পরীক্ষা হলো ডব্লিউবিসিএস পরীক্ষা।…

1 day ago