বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (26 সেপ্টেম্বর, 2024) | Daily Current Affairs in Bengali PDF Download
পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের জন্য Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রকাশ করছে। প্রতিদিনের সাম্প্রতিক গুরুত্ত্বপূর্ণ ঘটনা, নিয়োগ, বিশেষ দিন সংক্রান্ত সমস্ত গুরুত্ত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এক নজরে
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 26 সেপ্টেম্বর, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (26/09/2024)
Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
1. 2024 Hangzhou ওপেন পুরুষদের ডাবলস বিভাগে খেতাব জিতলেন ভারতের — Jeevan Nedunchezhiyan এবং Vijay Sundar Prashanth।
2. নিউইয়র্কের 79 তম UN জেনারেল এসেম্বলি সেশনের সম্ভাষণ করলেন — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
3. সম্প্রতি বিমান পরিবহন মন্ত্রকের থেকে অনুমোদন পাওয়া ভারতের নতুন এয়ারলাইন হল — Shankh Air।
4. আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছানোর Axiom 4 মিশনে পাইলট হয়ে ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় মহাকাশচারী — Shubhanshu Shukla।
আরও পড়ুনঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
5. National Crime Records Bureau (NCRB) -এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন সিনিয়র — IPS অফিসার অলোক রঞ্জন।
6. পুনে এয়ারপোর্টের নাম পরিবর্তন করে জগৎগুরু Sant Tukaram Maharaj -এর নামে রাখতে চলেছে — মহারাষ্ট্র সরকার।
7. 2024 এশীয় পাওয়ার ইনডেক্সে জাপানকে অতিক্রম করে এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশের তকমা পেল — ভারত।