ভারত সরকার অনুমোদিত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রোজেক্ট ইন্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- Trainee Engineer
মোট শূন্যপদ- ৮৮ টি। (UR-38, OBC-24, SC-13, ST-6, EWS-8)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে BE/ B.Tech/ B.sc ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ৩০ হাজার টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৫ টি চাকরির খবর
[quads id=10]
পদের নাম- Project Engineer
মোট শূন্যপদ- ৩২ টি। (UR-23, OBC-14, SC-7, ST-3, EWS-5)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে BE/ B.Tech/ B.sc ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ৪০ হাজার টাকা।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সাইন্স, ইলেকট্রিক্যাল, সিভিল।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন ইমেইল আইডি দিয়ে Google Form ফিলাপ করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৪ অক্টেবর, ২০২২

চাকরির খবরঃ এয়ারপোর্ট অথারিটিতে কর্মী নিয়োগ
[quads id=10]
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। ১৬ অক্টেবর ২০২২ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here







