মাধ্যমিক পাস করেই গ্রুপ-সি পদে চাকরি। ভারত সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এর তরফ থেকে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে স্পোর্টস কোটায়। Border Security Force (BSF) Constable (GD) Recruitment.
পদের নাম- কনস্টেবল (জেনারেল ডিউটি)।
শূন্যপদ- মোট ২৬৯ টি।
বয়স- ০১/০৮/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
বেতন- Level- 3 অনুযায়ী প্রতিমাসে বেতনক্রম ২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যের মিড-ডে-মিল প্রকল্পে নিয়োগ
শারীরিক যোগ্যতাঃ
উচ্চতা- পুরুষের ক্ষেত্রে- ১৭০ সেমি এবং মহিলার ক্ষেত্রে- ১৫৭ সেমি।
ছাতি- ৮০ সেমি সঙ্গে ৫ সেমি প্রসারণের ক্ষমতা থাকতে হবে। ( শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে)
ওজন- উচ্চতা অনুযায়ী পুরুষ ও মহিলার যথাযথ ওজন থাকতে হবে।
চোখের দৃষ্টি- কোন রকম চশমা অথবা লেন্স ছাড়া অন্ততপক্ষে ৬/৬ এবং ৬/৯ দৃষ্টিকোণ থাকতে হবে।
চাকরির খবরঃ আগস্ট মাসের সমস্ত চাকরির খবর
কোন কোন ক্ষেত্রে প্রার্থী নিয়োগ করা হবে এবং তার শূন্যপদ সংখ্যা কত তা নিম্নোক্তঃ
বক্সিং (Men)- ১০ টি, বক্সিং (Women)- ১০ টি, জুডো (Men)- ৮ টি, জুডো (Women) – ৮ টি, সুইমিং (Men) – ১২ টি, সুইমিং (Women)- ৪ টি,Cross-Country (Men)- ২ টি, Cross-Country (Women)- ২ টি, কাবাডি (Men)- ১০ টি, ওয়াটার স্পোর্টস (Men)- ১০ টি, ওয়াটার স্পোর্টস (Women)- ৬ টি, Wushu (Men)- ১১ টি, জিমনাস্টিক (Men)- ৮ টি, হকি (Men)- ৮ টি, ওয়েট লিফটিং (Men)- ৮ টি, ওয়েট লিফটিং (Women)- ৯ টি, ভলিবল (Men)- ১০ টি, Wresting (Men)- ১২ টি, Wresting (Women)- ১০ টি, হ্যান্ডবল (Men)- ৮ টি,বডি বিল্ডিং (Men)- ৬ টি, Archery (Men)- ৮ টি, Archery (Women)- ১২ টি, Tae- Kwondo (Men)- ১০ টি, অ্যাথলেটিক্স (Men)- ২০ টি, অ্যাথলেটিক্স (Women)- ২৫ টি ,Equestrain (Men)- ২ টি, শুটিং (Men)- ৩ টি, শুটিং (Women)
– ৩ টি, বাস্কেটবল (Men)- ৬ টি, ফুটবল (Men)- ৮ টি।
আবেদন পদ্ধতি- শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। www.rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেল আইডি থাকতে হবে।
আবেদন শুরু- ০৯/০৮/২০২১
আবেদন শেষ- ২২/০৯/২০২১
চাকরির খবরঃ রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ
Official Notice: Download Now
Apply Online: Click Here