পশ্চিমবঙ্গের নিয়োগ জটিলতা অব্যাহত। সরকারি চাকরির বিভিন্ন পদ খালি থাকলেও নিয়োগ হচ্ছে না সেখানে। এদিকে চাকরির দাবিতে পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা।চলছে আন্দোলন, বিক্ষোভ, মিছিল। সমবেত স্লোগানে ‘নিয়োগ চাই’ দাবি তুলছেন প্রার্থীরা। এহেন পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিপ্রার্থী উদ্দেশ্যে তিনি বলেন, আইনি জটিলতায় কাটার মুখে। শীঘ্রই নিয়োগ শুরু করবে রাজ্য সরকার।
গত বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও পর্ষদ সভাপতি গৌতম পাল। মিটিংয়ে গৌতমবাবু জানান, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেলেই প্যানেল প্রকাশ করা হবে। তাঁর আশ্বাস, জটিলতা কাটতে আর বেশি দিন বাকি নেই। এই সূত্র ধরেই শিক্ষামন্ত্রীর বক্তব্য, “চাকরিপ্রার্থীদের পাশে সরকার রয়েছে।” ইতিমধ্যে বেশ কিছু বিভাগের নিয়োগ শুরু হলেও শিক্ষক নিয়োগ কার্যত থমকেই রয়েছে রাজ্যে। আইনি জটিলতায় দিন গুনছেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুনঃ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের আবেদন শুরু
উল্লেখ্য, এক বিশিষ্ট সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, পর্ষদ সভাপতির বক্তব্যে কিছুটা সন্তুষ্ট হলেও ধন্দের মেঘ কাটছে না চাকরিপ্রার্থীদের। কবে জটিলতা কাটবে আর কবে নিয়োগ পাবেন তা নিয়ে সংশয় বাসা বাঁধেছে প্রার্থীদের মনে। এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধর্ণা ৯০০ দিনে পড়ল। তাঁদের বক্তব্য, ‘এই আশ্বাস বছরের পর বছর ধরে চলছে’। আরেক চাকরিপ্রার্থীর বক্তব্য, আমাদের শুধু আশ্বাসে আর কিছু হচ্ছে না। আমরা এবার হাতেনাতে ফলটা চাইছি’।