SSC Scam: কমিশনকে ‘লেডি ম্যাকবেথের’ সঙ্গে তুলনা করলেন বিচারপতি! নেপথ্যে কারণ কি? জানুন বিস্তারিত

SSC Scam

এদিন ছিল গ্রুপ ডির ডিভিশন বেঞ্চের মামলার শুনানি। মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শুনছিলেন বিচারপতি। দুই পক্ষই সংশ্লিষ্ট বিষয়টিতে নিজেদের বক্তব্য রাখছিলেন। সূত্রের খবর, এদিন শুনানি চলাকালীন বিচারপতি সুব্রত তালুকদার কমিশনকে ‘লেডি ম্যাকবেথ’ এর সঙ্গে তুলনা করেন।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি কান্ডে সুপারিশপত্র বাতিল হয়েছে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর। বিচারপতি নির্দেশ দেন, সংশ্লিষ্ট প্রার্থীদের এতদিনের পাওয়া বেতন ফেরত দিতে হবে। এরপরই গ্রুপ ডি পদে চাকরি হারানো কর্মীরা সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। সূত্রের খবর, এদিনের শুনানিতে বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে নিজের বক্তব্য পেশের জন্য ডাকেন। এরপর কমিশনের আইনজীবী উঠে দাঁড়ালে বিচারপতি বলেন, ‘কমিশনের অবস্থা এখন তো পুরো লেডি ম্যাকবেথের মতো, নিন বলুন’।

চাকরির খবরঃ ভারতীয় পরিসংখ্যান দপ্তরে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, লেডি ম্যাকবেথ হলো শেক্সপিয়ার রচিত ‘ম্যাকবেথ’ নাটকের প্রথমে উচ্চাভিলাসী ও পরে তীব্র অপরাধবোধে ভোগা এক চরিত্র। যদিও ঠিক কোন কারণে বিচারপতি কমিশনকে লেডি ম্যাকবেথের সাথে তুলনা করলেন তার সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। অন্যদিকে, গ্রুপ ডি কর্মীদের বেতন ফেরতের নির্দেশে এদিন স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ মার্চ।

FB Join