সরকারি দপ্তরে ১৭৭৩ শূন্যপদে গ্ৰুপ- সি কর্মী নিয়োগ, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন
কেন্দ্রীয় সরকারের CAG দপ্তরে গ্ৰুপ- সি কর্মী নিয়োগ হতে চলেছে। সম্প্রতি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত তথ্য পড়ুন নিচের প্রতিবেদনে।
কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দপ্তরের অধীনস্থ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে সম্প্রতি। ভারতের যেকোনো রাজ্যের চাকরিপ্রার্থীরা অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No.- AB-14017/61/2008-Estt.(RR)
পদের নাম- Administrative Assistant (Group- C)
মোট শূন্যপদ- ১৭৭৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ সহ কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পে লেভেল ৭ অনুযায়ী বেতন প্রদান করা হবে।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
চাকরির খবরঃ রাজ্যের সরকারি দপ্তরে সুপারভাইজার নিয়োগ
আবেদন পদ্ধতি- আগ্রহী চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। একটি মুখবন্ধ খামে নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সচিত্র নাগরিক পরিচয় পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি একত্রিত করে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা- Shri Nilesh Patil, Asstt. C &AG (N)-I, C/o the C&AG of India, 9, Deen Dayal Upadhyay Marg, New Delhi- 110124
আবেদনের শেষ তারিখ- ১৭ সেপ্টেম্বর, ২০২৩
চাকরির খবরঃ ভারতীয় রেলে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here