DA Hike: অক্টোবরের শুরুতেই মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা, শীঘ্রই সিদ্ধান্ত ঘোষণা করবে সরকার
মহার্ঘ ভাতা নিয়ে এবার পাকাপাকি সিদ্ধান্তের পথে সরকার। পুজোর মাসেই বকেয়া ডিএ পাবেন কর্মীরা। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

ডিয়ারনেস অ্যালাওয়েন্স (DA) বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বছরের দ্বিতীয় ডিএ সংশোধনী অনুসারে তিন থেকে চার শতাংশ হারে বাড়তে পারে মহার্ঘ ভাতা। পাশাপাশি,পেনশনভোগীদের জন্য বাড়তে পারে ডিআর। তবে এই ঘোষণা কবে আসবে তা নিয়ে এখনও সন্দেহে সরকারি কর্মীদের একাংশ। বেশ কিছু মাস কেটে যাওয়ার পরেও সরকার ডিএ প্রসঙ্গে চুপ থাকায় সংশয়ে ভুগছেন কর্মীরা। একরম পরিস্থিতিতে একটি মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ডিএ বৃদ্ধির ঘোষণা হবে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যেই।
রিপোর্ট অনুসারে বলা যায়, উৎসবের মাঝেই ডিএ বৃদ্ধির সুখবরটি দিতে চায় কেন্দ্র। অক্টোবর ও নভেম্বর মাসে পরপর উৎসব। দূর্গাপুজো কাটলেই হাজির দীপাবলি। এর মধ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বেতন। ফলে পকেটে টাকা থাকবে দেশবাসীর। উৎসবের মরশুমে কর্মীদের মুখে হাসি ফোটাতে সেই পরিকল্পনাকেই বাস্তবায়নের পথে হাঁটছে মোদি সরকার। খুব সম্ভবত চলতি মাসের মধ্যে অথবা পরের মাসেই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে।
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে এডুকেশন সুপারভাইজার নিয়োগ
বর্তমানে বেশ কিছু রাজ্য সরকার কর্মীদের ডিএ বাড়িয়েছে। যেমন, ওড়িশা, কর্ণাটক, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ। তবে ডিএ বৃদ্ধি প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা লাভ করেন ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা। নতুন করে ডিএ সংশোধন হলে বর্ধিত মহার্ঘ ভাতা পৌছতে পারে ৪৫ না হয় ৪৬ শতাংশে। তবে এই ঘোষণা আসতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। তারপরই সুখবর পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।