অন্যান্য খবর

7th Pay Commission: ডিএ বৃদ্ধির মধ্যেই বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার! সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর

Advertisement

জুলাইতে বৃদ্ধি পেতে পারে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা তথা ডিয়ারনেস অ্যালোওয়েন্স (DA)। সরকারের তরফে কবে ঘোষণা আসবে, সে আশায় বুক বেঁধেছেন কর্মীরা। এরইমধ্যে খবর পাওয়া যাচ্ছে, শুধু ডিএ নয় বরং দ্বিতীয় আর একটি সুখবর আসতে চলেছে সরকারি কর্মীদের জন্য। অন্তত তেমনটাই দাবি করেছে একাধিক রিপোর্ট। সূত্রের খবর, ডিএ বৃদ্ধির সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ‘হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA)’ বাড়ানো হতে পারে।

সাধারণত, কেন্দ্রের তরফে ‘এইচআরএ’ প্রদান করা হয় তিনটি ক্যাটেগরিতে। ‘X ক্যাটেগরি’, ‘Y ক্যাটেগরি’ ও ‘Z ক্যাটেগরি’। কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের আওতায় সংশ্লিষ্ট ‘HRA’ পে করা হয়। ৫০ লক্ষ বা তার বেশি জনসংখ্যা যুক্ত এলাকায় (‘X’ ক্যাটেগরি) কাজ করা সরকারি কর্মীরা ২৪ শতাংশ হারে এইচআরএ পান। পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ জনসংখ্যাযুক্ত এলাকায় (‘Y’ ক্যাটেগরি) কর্মরত সরকারি কর্মীরা ১৬ শতাংশ হারে এইচআরএ পান। আর পাঁচ লক্ষের কম জনসংখ্যাযুক্ত এলাকায় কর্মরত (‘Z’ ক্যাটেগরি) সরকারি কর্মীরা ৮ শতাংশ হারে এইচআরএ লাভ করেন। এর আগে ২০২১ সালের জুলাই মাসে শেষবারের জন্য বাড়ানো হয়েছিল ‘হাউস রেন্ট অ্যালাওয়েন্স’। বর্তমানের রিপোর্টটি সত্যি হলে, দুবছর পর ফের বাড়ছে এইচআরএ (HRA)।

আরও পড়ুনঃ বাংলার ডিএ আন্দোলনকারীদের বিরাট সিদ্ধান্ত

সূত্রের খবর, ‘হাউস রেন্ট অ্যালাওয়েন্স’ বাড়তে পারে অন্তত ৩ শতাংশ। তার ফলে যথেষ্টই বেতন বাড়বে সরকারি কর্মীদের। পকেট ভরায় মুখে হাসি ফুটবে তাঁদের। তবে এটাও জেনে রাখা দরকার, সংশ্লিষ্ট বিষয়টি এখনও ধারণার পর্যায়ে রয়েছে। সরকারের তরফে কোনো সুস্পষ্ট ঘোষণা করা হয়নি।

ডিএ বৃদ্ধির মধ্যেই বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার

Related Articles