অন্যান্য খবর

ব্যাঙ্ক একাউন্টে সরাসরি পাবেন ৮ হাজার টাকা! লোকসভা ভোটের আগেই লাগু হবে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প

লোকসভা ভোটের আগে দেশের জনগণকে ৮০০০ টাকা দেবে মোদী সরকার! শীঘ্রই আসছে সিদ্ধান্ত, বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

ভারতবর্ষের জনসাধারণের জন্য দারুণ সুখবর। এ দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশের নাগরিক কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং বংশ পরম্পরায় সেই কাজ করে চলেছেন তাঁরা। এদিকে ঋতুর প্রকোপ, বাজার পরিস্থিতি-সহ বিভিন্ন কারণে জীবনধারণ কঠিন হয়ে পড়ছে তাঁদের। এহেন পরিস্থিতির প্রতিকারে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে কিষানদের জন্য বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয় তাঁদের। তেমনই একটি প্রকল্প কিষাণ সন্মান যোজনা। সম্প্রতি এই প্রকল্পের আর্থিক অনুদান বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের কিষাণ সন্মান যোজনার মাধ্যমে আগে বার্ষিক ৬ হাজার টাকার অনুদান দেওয়া হত কৃষকদের। সূত্রের খবর, এবার সেই টাকার অঙ্কটি বাড়ানোর চিন্তাভাবনা করছে কেন্দ্র। সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, লোকসভা নির্বাচনের আগে কিষাণ সন্মান যোজনার অর্থের পরিমাণ বৃদ্ধি করতে পারে মোদী সরকার। সাধারণত যে টাকা দেওয়া হয়, তার প্রায় ৩৩ শতাংশের মতো বৃদ্ধি হতে পারে বলে আলোচনা চলছে। প্রায় দুই হাজার টাকা বৃদ্ধি হতে পারে আর্থিক অনুদানের পরিমাণ। কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে এবার থেকে বছরে ৬ হাজারের পরিবর্তে ৮ হাজার টাকা পেতে পারেন কৃষক জনসাধারণ। কিষানদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে এই টাকা।

ব্যাঙ্ক একাউন্টে সরাসরি পাবেন ৮ হাজার টাকা

আরও পড়ুনঃ নৌ বাহিনীতে ৬৫ হাজার নতুন পদে নিয়োগ

সাধারণত, কৃষক সন্মান যোজনায় মোট তিনটি কিস্তিতে দুই হাজার করে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। নয়া সিদ্ধান্ত অনুসারে যদি ৮ হাজার টাকা দেওয়া হয় তবে কিস্তির সংখ্যা বাড়ানো হবে কিনা তাও পর্যালোচনা চলছে। এখনও গোটা বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। এমনকি, সংশ্লিষ্ট বিষয়ে মুখ খুলতে নারাজ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখপাত্র নানু ভাসিন। আশা করা যাচ্ছে অতি শীঘ্রই এ বিষয়ে পরবর্তী আপডেট পাওয়া যাবে।

ব্যাঙ্ক একাউন্টে সরাসরি পাবেন ৮ হাজার টাকা

Related Articles