রাজ্যের হাসপাতালে কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন দেখুন

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের একটি সরকারি হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গিয়েছে। CHITTARANJAN…

Published By: ExamBangla.com | Published On:

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের একটি সরকারি হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গিয়েছে। CHITTARANJAN NATIONAL CANCER INSTITUTE RECRUITMENT 2021.

রাজ্যের হাসপাতালে কর্মী নিয়োগ

পদের নাম- স্পেশালিস্ট গ্রেড – I : 14 (UR-9, SC-1, ST-1, OBC-3)
Medical Gastroenterology-1, Nuclear Medicine-1, Surgical Oncology (Thoracic Oncology)-1, Uro Oncology-1, Plastic & Reconstructive Surgery-1, Critical Care-1, Medical Oncology (Hematology/Pediatric)-1, Medical Oncology-2, Surgical Oncology (Gynecological Oncology)-1, Surgical Oncology (Head & Neck Oncology)-1, Pathology-1, Radiodiagnosis-1, Radiation Oncology-1.


বয়সসীমা- বয়স হতে হবে 50 বছরের মধ্যে (ST,SC,OBC,PWD এবং অন্যান্য প্রার্থী যারা বয়সের ছাড় পান তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং কমপক্ষে 6-9 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- পে লেভেল 13 অনুযায়ী মূল বেতন 123100/- থেকে 215900/- টাকা।

পদের নাম- স্পেশালিস্ট গ্রেড – II: 32 (UR – 16, SC – 5, ST – 2 +1 (backlog), OBC – 8).
Medical Oncology-2, Medical Oncology (Hematology/Pediatric)-2, Surgical Oncology (Gynecological Oncology)-1, Surgical Oncology (GI/Breast/SoT)-4, Surgical Oncology(Head & Neck Services)-3, Radiotherapy-5, Pathology-3, Radiodiagnosis-2, Nuclear Medicine-1, Transfusion Medicine-1, Biochemistry-1, Microbiology-1, Anesthesiology-4, Critical care-2.
বয়সসীমা- বয়স হতে হবে 45 বছরের মধ্যে (ST,SC,OBC,PWD এবং অন্যান্য প্রার্থী যারা বয়সের ছাড় পান তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)।


শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- পে লেভেল 11 অনুযায়ী মূল বেতন 67700/- থেকে 208700/- টাকা।

পদের নাম- স্টাফ নার্স : 106 (UR – 39 + 4 (PWD), SC – 22, ST – 5, OBC – 26, EWS – 10)
বয়সসীমা- বয়স হতে হবে 35 বছরের মধ্যে (ST,SC,OBC,PWD এবং অন্যান্য প্রার্থী যারা বয়সের ছাড় পান তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)।
শিক্ষাগত যোগ্যতা- GNM নার্সিং ডিপ্লোমা। অথবা, B.SC নার্সিং -এ বেসিক বা পোস্ট বেসিক। কমপক্ষে 50 টি বেডের হাসপাতালে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্টার করা থাকতে হবে।
বেতন- পে লেভেল 7 অনুযায়ী মূল বেতন 44900/- থেকে 142400/- টাকা)।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন www.cnciexam.com ওয়েবসাইট থেকে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী 18 মার্চ, 2021 তারিখ পর্যন্ত।

আবেদন ফি- UR,EWS ও OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী বাবদ জমা দিতে হবে 1000 টাকা। এবং ST ও SC প্রার্থীদের আবেদন ফী বাবদ জমা দিতে হবে 500 টাকা। শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের কোনরূপ আবেদন ফি লাগবে না।

Download Notification

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career