এক নজরে
College Admission 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে কলেজে এডমিশন শুরুর তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হয়ে গিয়েছিল। তারপরে এক মাস কেটে গেলেও কলেজে ভর্তি হতে পারলেন না উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা। এতদিন পর্যন্ত কলেজের পোর্টাল কবে খুলবে, এই নিয়ে একাধিক জল্পনা কল্পনা চলে সামাজিক মাধ্যমে। এর পাশাপাশি রাজ্যের শিক্ষা দপ্তরের দিকেও ওঠে একাধিক প্রশ্ন চিহ্ন। কিন্তু অবশেষে এই সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন এডমিশন শুরুর তারিখ।
College Admission 2025
রেজাল্ট বেরোনোর পর এক মাস কেটে গেলেও কেন রাজ্যের কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে না? এই নিয়ে বিধানসভায় শিক্ষা মন্ত্রীকে প্রশ্নের তোপের মুখে পড়তে হয়। ঠিক তখনই বিগত বছরের ঘটনা মনে করিয়ে শিক্ষামন্ত্রী জানান, ২০২৪ সালে ১৯ শে জুন থেকে শুরু হয়েছিল কলেজে ভর্তির অনলাইন পোর্টাল। ওইদিন থেকেই ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজের জন্য নিজেদের আবেদন জমা করতে পারছিলেন। এই বছর অর্থাৎ ২০২৫ সালেও সঠিক UGC গাইডলাইন মেনেই কলেজে ভর্তি করা হবে।
কবে থেকে শুরু হচ্ছে অনলাইন পোর্টালে আবেদন গ্রহণ?
পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরফে ইতিমধ্যেই এডমিশন পোর্টাল তৈরীর কাজ সম্পন্ন হয়েছে (College Admission 2025)। ২০২৪ সালে ১৯ শে জুন থেকে শুরু হয়েছিল এই অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন পত্র গ্রহণ। এই বছরেও ওই নির্দিষ্ট তারিখের আগেই অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে বলে জানালেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, ৩০শে এপ্রিল ISC, ৭ই মে উচ্চমাধ্যমিক এবং ১৩ই মে CBSE র ফল প্রকাশ হয়েছিল। প্রতির ক্ষেত্রেই এক মাসের উপর সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তবে এবার শিক্ষা মন্ত্রীর ঘোষণায় বেশ কিছুটা স্বস্তি মিলেছে রাজ্যের ছাত্রছাত্রীদের।
প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত স্কলারশিপ প্রোগ্রাম শুরু হল– Apply Now
College Admission 2025 পোর্টাল খোলায় বিলম্ব কেন?
পশ্চিমবঙ্গ রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা ইতিমধ্যেই চলছে আদালতে। কলেজে এডমিশনের সময় এই ওবিসি সার্টিফিকেটের সংরক্ষণ ঠিক কিভাবে করা হবে, সেই বিষয়ে আইনি জটিলতা রয়েছে। নতুন নিয়ম মেনেই ওবিসি সংরক্ষণ করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এর ফলে অবিলম্বে কলেজ এডমিশনের অনলাইন পোর্টাল চালু করা হবে বলে আশাবাদী শিক্ষা মন্ত্রী।
বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু- Apply Now
স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
রেজাল্ট বেরোনোর পরে এতদিন কেটে গেলেও, ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এই নিয়ে ইতিমধ্যেই উদ্বেগের মধ্যে রয়েছেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। ভর্তির প্রক্রিয়া (College Admission 2025) পিছিয়ে যাওয়ার মানে সেমিস্টার পিছিয়ে দেওয়া। এর ফলে বিগত বছরেই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ছাত্র-ছাত্রীদের। এই বছর উনিশে জুনের আগে খুলে দেওয়া হবে ভর্তির অনলাইন পোর্টাল। তার আগে অবশ্যই ছাত্রছাত্রীদের নিম্নলিখিত নথিপত্রগুলি নিজের কাছে তৈরি করে রাখা প্রয়োজনীয়।
এডমিশনের সময় কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে?
- উচ্চ মাধ্যমিক পরীক্ষার অরিজিনাল মার্কশিট এবং জেরক্স কপি,
- উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট,
- মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্মের সার্টিফিকেট,
- কাস্ট সার্টিফিকেট,
- আধার কার্ড,
- মোবাইল নম্বর ও ইমেইল আইডি,
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও স্বাক্ষর।
LIC Scholarship 2025- Apply Now
এর পাশাপাশি যে সমস্ত কলেজে ছাত্রছাত্রীরা এডমিশন নিতে চাইবেন, সেই সমস্ত কলেজের এডমিশন ফিস আগে থেকে নিজের কাছে রেখে দিতে হবে। এডমিশনের দিন সেই আবেদন মূল্য অনলাইন এর মাধ্যমে জমা করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। তাই অনলাইন পোর্টাল খোলার আগে যে ক’টি দিন হাতে আছে, তারমধ্যে এই সমস্ত কাজগুলি করে রাখুন।