রাজ্যে সরকারের শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বহু চাকরির প্রার্থীরা এই পদে আবেদনের অপেক্ষায় থাকেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.-
পদের নাম- Anganwadi Karmi/ Anganwadi Helper
মোট শূন্যপদ- ২০০+
শিক্ষাগত যোগ্যতা- Anganwadi Karmi পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ। এবং Anganwadi Helper পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ। এছাড়াও প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
চাকরির খবরঃ রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৭ এপ্রিল, ২০২৩
চাকরির খবরঃ ISRO -তে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- কোচবিহার জেলার তুফানগঞ্জ-১, কোচবিহার-১, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, সিতাই এই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় নিয়োগ করা হবে।
Official Ntification:
Tufanganj-I: Download Now
Tufanganj-I(ADDL): Download Now
Coochbehar-II: Download Now
Coochbehar-II (ADDL): Download Now
Tufanganj-II(ADDL): Download Now
Mekhliganj: Download Now
Haldibari: Download Now
Sitai: Download Now
Online Apply: Click Here