অন্যান্য খবর

DA Hike: সরকারি কর্মীদের ভাতা বাড়াল রাজ্য সরকার! দীপাবলির মরশুমে সুখবর পেলেন এই কর্মীরা

দীপাবলির মরশুমে কর্মীদের ভাতা বাড়াল রাজ্য সরকার। কারা পাবেন বাড়তি সুবিধা বিস্তারিত জানতে পড়ুন আজকের প্রতিবেদন।

Advertisement

মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। একদিকে আদালতে চলছে মামলা অন্যদিকে পথে চলছে বিক্ষোভ। মিটিং, মিছিল করেও নিজেদের দাবি তুলে ধরেছেন কর্মীরা। ডেকেছেন কর্মবিরতিও। এতকিছুর পরেও সরকার পক্ষের তরফে মেলেনি কোনও সদুত্তর। তবে এবার ডিএ (DA) নিয়ে মুখ খুলল মমতা সরকার। দীপাবলির আগেই এই কর্মীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল।

সূত্রের খবর, সম্প্রতি রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের ভাতা বৃদ্ধি করা হবে। ‘ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশনের’ মুখ্য কমিশনারের বেতনের সমান ভাতা পাবেন দূষণ নিয়ন্ত্রক পর্ষদের চেয়ারম্যান। চেয়ারম্যান ছাড়াও দুই বিশেষজ্ঞ সদস্যের সাম্মানিকও বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। গত জুলাই মাস নাগাদ গঠিত হয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নয়া বোর্ড। এরপর গত ১ সেপ্টেম্বর ১৭৬ তম বৈঠকে পর্ষদের চেয়ারম্যান-এর ওই পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাব হয়। সেই প্রস্তাব পরে সরকারের কাছে পাঠিয়েছিল পর্ষদ।

আরও পড়ুনঃ দীপাবলির মরশুমে দেশের জনগণকে ১৫ লক্ষ টাকা দেবে কেন্দ্রীয় সরকার

এর আগে শেষবার পর্ষদ বিশেষজ্ঞদের সান্মানিক বৃদ্ধি করা হয়েছিল ২০১৫ সালে। সাম্প্রতিক প্রস্তাব বিবেচনা করে রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করে জানায়, এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত। সরকারের নির্দেশিকা অনুসারে, ১ নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে বর্ধিত ভাতা। স্বাভাবিক ভাবেই অনেক বছর পর এই নির্দেশিকা জারি হওয়ায় মুখে হাসি ফুটল বিশেষজ্ঞ সদস্যদের। প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য সরকারি কর্মীদের ডিএ কবে বাড়বে তা এখনও অনিশ্চিতের মুখে। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্টে শুনানি হবে রাজ্যের ডিএ মামলার।

join Telegram

Related Articles