রাজ্যে বহুদিন ধরে শিক্ষক নিয়োগের কোনো বিজ্ঞপ্তি আসছে না। তবে এবার রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলো ডিএসএসএসবি। বিভিন্ন বিষয়ের ওপর মোট ৪৩২ শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। এই চাকরির জন্য আবেদনের সময়সীমা কত এবং শূন্য পদের সংখ্যা কত ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।
পদের নাম- পিজিটি শিক্ষক (পোস্ট গ্রাজুয়েট টিচার)।
শূন্যপদের সংখ্যা- ৪৩২ টি। যার মধ্যে জেনারেলদের ২৩১ টি। OBC- ১০৫ টি, SC- ৩৭ টি, ST- ১৮ টি, EWS- ৪১ টি পদ আছে। আর PwBD -দের জন্য আছে ২০ টি।
বয়সসীমা- সর্বোচ্চ ৩০ বছর। তবে সরকারি কর্মচারী হলে বয়সের পাঁচ বছর ছাড় আছে।
বেতনক্রম- মাসিক বেতন ৪৭ হাজার ৬০০ টাকা থেকে শুরু করে ১,৫১,১০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যে সকল পদের জন্য শিক্ষক নিয়োগ করা হবে সেই সকল বিষয়ের উপর মাস্টার্স ডিগ্রী থাকতে হবে এবং একই সাথে বি এড ডিগ্রি থাকতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। ডিএসএসএসবি -এর অফিশিয়াল ওয়েবসাইট (dsssbonline.nic.in) -এ গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন চলবে ১৬ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত। এই পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। তবে PwBD, SC, ST, ExSM ও মেয়েদের কোন আবেদন ফি দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি- তিন ঘণ্টার একটি লিখিত পরীক্ষা হবে, যেখানে ১ নম্বরের ৩০০ টি প্রশ্ন থাকবে যেখানে মেন্টাল এবিলিটি, রিজিওনিং এবিলিটি, জেনারেল এওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন, হিন্দি ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড ও ডাটা ইন্টারপ্রিটেশনের উপর প্রশ্ন থাকবে। এছাড়া ১০০নম্বরের প্রয়োজনীয় স্নাতকোত্তর যোগ্যতা এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কিত এমসিকিউ থাকবে। এরপর কাট অফের ভিত্তিতে যোগ্যতম প্রার্থীদের বেছে নেওয়া হবে। উল্লেখ্য এই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে।
আরও পড়ুনঃ ভারতীয় রেলে ৩২ হাজার গ্ৰুপ- ডি নিয়োগ: যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.