ভারত সরকারের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অন্তর্গত হিন্দুস্তান পেট্রোলিয়াম লিমিটেড (HPL) একটি খুবই পরিচিত কোম্পানি। এবার এই কোম্পানির পক্ষ থেকেই বেশ কিছু পদে স্নাতক অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে দিনে দিনে অ্যাপ্রেন্টিস যোগ্যতার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ হল কর্মক্ষেত্রে কাজ করার পূর্ব অভিজ্ঞতা। তাই সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিশেষ সুযোগ সুবিধা পেতে সক্ষম হন অ্যাপ্রেন্টিসরা। তাহলে আসুন আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগ সম্পর্কে সমস্ত প্রয়োজনীয় তথ্য বিশদে জেনে নেওয়া যাক।
কোন কোন পদে এই নিয়োগ হচ্ছে?
HP সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে যে ১৯৬১ সালের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে কেমিকাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, IT, কম্পিউটার সাইন্স ইত্যাদি বিভিন্ন শাখার ইঞ্জিনিয়ারদের কর্মজীবনের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হচ্ছে।
কোন কোন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে?
১) এক্ষেত্রে স্নাতক শিক্ষার্থীদের অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হতে চলেছে। এই কারণে উপরে উল্লেখিত বিষয়গুলির মধ্যে যে কোন একটি বিষয়ে ন্যূনতম ৬০% নম্বরের সাথে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে তবেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
২) ০১/০৪/২০২২ তারিখের আগের ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীরা এখানে আবেদন জানাতে পারবেন না।
৩) সংস্থার নির্দেশাবলী অনুসারে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এখানে আবেদনের যোগ্য।
আরও পড়ুনঃ হলদিয়া পোর্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, মাসিক বেতন হবে ৭৫ হাজার টাকা
আবেদনের জন্য ন্যূনতম এবং সর্বোচ্চ কত বয়স থাকতে হবে?
প্রতিটি পদের জন্যই ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যবর্তী ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারবেন।
প্রতিমাসে কত বেতন দেওয়া হবে?
এখানে নিয়োগের প্রথম মাস থেকেই মোট ২৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। যেখানে HPL এর পক্ষ থেকে ২০,৫০০ টাকা এবং ভারতীয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৪৫০০ টাকা দেওয়া হবে।
কীভাবে নিয়োগ করা হবে?
২০২৫ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সংস্থার পক্ষ থেকে আয়োজিত ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন কীভাবে করবেন?
১) অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা লিংক এর মাধ্যমে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা নিজেদের নাম নথিভুক্ত করে নিন।
২) এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে দিন।
৩) এরপরে সম্পূর্ণ আবেদনটি ভালোভাবে যাচাই করে নিয়ে জমা করে দিন।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে গ্ৰুপ- সি কর্মী নিয়োগ, আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে?
৪) এখানে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৫) প্রতিটি চাকরিপ্রার্থীকে ১৩/০১/২০২৫ তারিখের মধ্যে আবেদন জানাতে হবে।