চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের সরকারি দপ্তরে ক্লার্ক ও পিওন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, প্রতিমাসে বেতন শুরু ১৬৮০০ থেকে

চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল প্রাক্তন সৈনিক কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS)। এখানে যোগ্য কর্মীদের একাধিক গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়। যেখানে চাকরিপ্রার্থীদের কাছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে পিওন, ক্লার্ক ইত্যাদি বিভিন্ন পদে আবেদনের সুযোগ থাকছে। নিয়োগের পর প্রতি মাসের বেতন শুরু হচ্ছে ১৬৮০০ টাকা থেকে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম, শূন্য পদের বিবরণ, আবেদনের যোগ্যতা এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত সমস্ত তথ্য জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নেবেন।

[quads id=16]

নিয়োগ কারী সংস্থা- ECHS

যে সমস্ত পদে নিয়োগ করা হবে-

  • ক্লার্ক
  • পিয়ন
  • নার্সিং সহকারী
  • চৌকিদার
  • ডেটা এন্ট্রি অপারেট,
  • ল্যাব এসিস্ট্যান্ট
  • ড্রাইভার
  • টেকনিশিয়ান
  • ওআইসি পলিক্লিনিক,
  • মেডিকেল স্পেশালিস্ট,
  • মেডিকেল অফিসার,
  • ডেন্টাল অফিসার
  • ডেন্টাল সহকারী
  • সাইকো থেরাপিস্ট
  • ফার্মাসিস্ট

মোট শূন্য পদের সংখ্যা- ৪৮ টি।

[quads id=16]

আরও পড়ুনঃ ভারতীয় রেলে ৩২ হাজার গ্রুপ- ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা- পদের বিভাগ অনুসারে একাধিক শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে আবেদনের সুযোগ থাকছে চাকরিপ্রার্থীদের কাছে। এখানে কোনরকম শিক্ষাগত যোগ্যতা ছাড়া শুধুমাত্র সাক্ষর হলেই চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন। তবে একাধিক গুরুত্বপূর্ণ পদের জন্য অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে বিভিন্ন পেশাগত যোগ্যতার চাকরিপ্রার্থীরা আবেদনের সুযোগ পাচ্ছেন। পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ বিবরণ জানার জন্য অবশ্যই ecs.gov.in-এই ওয়েবসাইটে প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে চাকরিপ্রার্থীদের।

প্রতিদিন চাকরির আপডেট পেতে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন 👇👇

join Telegram

মাসিক বেতন- এখানে বিভিন্ন পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে সেই পদের বেতন ক্রম অনুসারে যথেষ্ট ভালো মানের বেতনের সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। এক্ষেত্রে ন্যূনতম ১৬,৮০০ টাকা থেকে মাসিক বেতন শুরু হচ্ছে এবং সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়ার সুযোগ থাকছে উচ্চতর পদের আধিকারিকদের।

আবেদন পদ্ধতি- আজকের প্রতিবেদনটির মাধ্যমে ecs.gov.in-এই ওয়েবসাইটে প্রকাশিত কর্মী নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি অনুসারে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। আবেদনের পূর্বে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে নিজের দায়িত্বে আবেদন জানাবেন। এখানে আবেদন জানানোর জন্য প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে হাতে কলমে পূরণ করে জমা করতে হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রতিটি চাকরিপ্রার্থীকে ১৩/০২/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

[quads id=16]

আরও পড়ুনঃ শিলিগুড়ি সিআরপিএফ -এর স্কুলে শিক্ষক নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা

নিয়োগ পদ্ধতি- আবেদনের উপর ভিত্তি করে যোগ্য চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে ECHS।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ