পশ্চিমবঙ্গের শিক্ষক-শিক্ষিকাদের জন্য দুর্দান্ত সুখবর! সম্প্রতি শিলিগুড়ি জেলার সিআরপিএফ এর ওয়েবসাইট থেকে মেন্টেসরী বিদ্যালয়ে একাধিক পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় সেনা পুলিশ ফোর্স এর বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য এখানে প্রধান শিক্ষিকা সহ বিভিন্ন পদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। এছাড়াও বিদ্যালয়ের কর্মী হিসেবে ন্যূনতম পঞ্চম শ্রেণী পাস যোগ্যতাতে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য বিশদে জানার জন্য অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন।
যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হলো-
- প্রধান শিক্ষিকা
- প্রধান শিক্ষিকা
- আয়া (গ্রুপ- ডি)
পদ অনুসারে চাকরিপ্রার্থীদের আবেদনের যোগ্যতা এবং অন্যান্য বিবরণ বিশদে নিচে উল্লেখ করা হলো-
১) প্রধান শিক্ষিকা- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদে একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করবে বিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে যেকোনো স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে নার্সারি ট্রেনিং ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত গ্রাজুয়েট শিক্ষিকারা আবেদন জানাতে পারবেন। এখানে প্রতি মাসে ১৫০০০ টাকা বেতন দেওয়া হবে নিযুক্ত শিক্ষিকাকে। একমাত্র প্রশিক্ষিত এবং অন্ততপক্ষে ৫ বছরের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন শিক্ষিকা এই পদে আবেদন জানানোর যোগ্য। ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত চাকরির প্রার্থী মহিলা এখানে যোগ্যতা অবলম্বন করে আবেদন জানাতে পারবেন।
২) প্রধান শিক্ষিকা- বিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট আটজন শিক্ষিকাকে নিয়োগ করা হতে চলেছে। যেখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী প্রাপ্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নেবেন। ২১ বছর থেকে ৪০ বছর বয়সী চাকরির প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এই পদে নিযুক্ত হলে প্রতি মাসে ১২০০০ টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুনঃ ভারতীয় রেলে ৩২ হাজার গ্ৰুপ- ডি নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে আবেদন করুন
৩) আয়া (গ্রুপ- ডি)- বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখাশোনার জন্য মোট ৭টি পদে যোগ্য আয়া নির্বাচন করবে বিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে যে কোন বিদ্যালয় থেকে অন্ততপক্ষে পঞ্চম শ্রেণী পাস করে থাকলে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারছেন। বাচ্চা দেখাশোনার কাজে অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরাও এখানে সরাসরি আবেদনের যোগ্য। এই পদের ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত আবেদন জানানোর সুযোগ রয়েছে মহিলাদের কাছে। কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে ১০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি- প্রধান শিক্ষিকা এবং আয়া পদে চুক্তিভিত্তিক ভাবে ১১ মাসের জন্য মহিলা প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রয়োজনে চাকরি প্রার্থীরা আরও তথ্য জানার জন্য www.crpf.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।
আবেদন পদ্ধতি-
প্রতিটি চাকরিপ্রার্থী থেকে অফলাইন মাধ্যমে সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া ঠিকানায় আবেদনপত্র জমা করে আসতে হবে। প্রতিটি প্রার্থীকে অবশ্যই আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, জাতি গত সার্টিফিকেট, আবেদনপত্র এবং একটি বায়োডাটা একত্রিত করে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় ২০/০২/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।
আরও পড়ুনঃ গ্র্যাজুয়েশন পাশে কোল ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৫০ হাজার টাকা
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.