রাজ্যের শ্রম দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে কর্মচারী রাজ্য বীমা নিগম (ESI), শ্রম ও রোজগার দপ্তরে। ESI দপ্তরটি হলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা। তবে এই দপ্তরটি কলকাতায় অবস্থিত, তাই চাকরি প্রাপকরা রাজ্যের মধ্যেই চাকরির সুযোগ পাবেন। কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে উক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No.- 412 (Dean- Joka).A.12/16/Contr. Rec./2022/Rec. Cell/Vol.-I
পদের নাম- Senior Resident (Clinical, Non-Clinical, GDMO)
মোট শূন্যপদ- Clinical ৩৪ টি। (UR- ১০ টি, EWS- ৫ টি, OBC- ১১ টি, SC- ৫ টি, ST- ৩ টি।)
Non-Clinical ২৫ টি। (UR- ৯ টি, EWS- ২ টি, OBC- ৭ টি, SC- ৫ টি, ST- ২ টি।)
GDMO ২ টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা- MCI অথবা NMC স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউশন অথবা হাসপাতাল থেকে MD/ MS/ DNB সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল স্নাতকোত্তর ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা- ইচ্ছুক আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন ১,৩৩,৬৪০/- টাকা।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
[quads id=10]
আবেদন পদ্ধতি- প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনে। আবেদনকারীদের প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট প্রদত্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করতে হবে। অতঃপর পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য গুরুত্তপূর্ণ কাগজপত্র সহ আবেদনকারীদের সংস্থার নির্দিষ্ট অফিসে উপস্থিত হবে হবে ইন্টারভিউর দিন।
ইন্টারভিউ তারিখ- ৫ জুলাই, ৬ জুলাই, ৭ জুলাই, ১০ জুলাই এবং ১১ জুলাই ২০২৩।
চাকরির খবরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ


[quads id=10]

ইন্টারভিউ স্থান- ESI- PGIMSR & ESIC Medical College, Joka Diamond Harbour Road, Kolkata- 700104
চাকরির খবরঃ ভারতীয় রেলে লোকপাইলট নিয়োগ
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Click Here







