DA News: ৪ শতাংশ ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মীদের! মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড় ইঙ্গিত দিল সরকার

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও পেনশনভোগীদের ডিআর বাড়ানো হয় বছরে দুবার। জানুয়ারি মাসে ও জুলাই মাসে। চলতি বছরের শুরুতে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার। জুলাই মাসেও ফের ডিএ বাড়বে সেই আশায় দিন গুনছেন সরকারি কর্মীরা। তবে এতদিন ধরে কেন্দ্র কোনোও ইঙ্গিত না দেওয়ায় সংশয়ে ছিলেন তাঁরা। তবে সম্প্রতি এমন একটি ইঙ্গিত মিলল যে বেশ বোঝা যাচ্ছে সুখবর আসতে চলেছে সরকারি কর্মীদের জন্য।
গত জুন মাসে AICPI সূচকের পরিসংখ্যান প্রকাশ করে কেন্দ্র। এই AICPI সূচক সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির হার নির্ধারণ করে। জুনে সূচকের পরিসংখ্যান থেকে দেখা যায়, মে মাসে যেখানে সূচক ছিল ১৩৪.৭ পয়েন্ট জুন মাসে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩৬.৪। অর্থাৎ জুনে AICPI সূচকের ১.৭ পয়েন্টের বৃদ্ধি হয়েছে। এরপরেই ধারণা করা হচ্ছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা যথেষ্টই বৃদ্ধি পেল। কেন্দ্রের তরফে ইঙ্গিত মিলছে, মহার্ঘ ভাতা বাড়তে পারে প্রায় ৪ শতাংশ হারে। আর এ বিষয়ে খুব শিগগির সুখবর দিতে চলেছে কেন্দ্র।
আরও পড়ুনঃ মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে ফের চাপের মুখে রাজ্য সরকার
সর্বশেষ ডিএ সংশোধন হয় চলতি বছরের শুরুর দিকে। বর্তমানে সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।জুলাইয়ের সংশোধন অনুসারে আরও চার শতাংশ ডিএ বাড়লে ৪৬ শতাংশে পৌছবে সরকারি কর্মীদের ডিএ। যার ফলে পকেট ভরবে ও মুখে হাসি ফুটবে তাঁদের। ইতিমধ্যে দেশে ৪৭.৫৮ লক্ষ সরকারি কর্মী ও ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী রয়েছেন। কেন্দ্রের সিদ্ধান্তে উপকৃত হবেন তাঁরা সকলেই। আশা করা যাচ্ছে, আগামী মাসের মধ্যে একটি ঘোষণা করবে কেন্দ্র। আর সেই ঘোষণা শোনার অপেক্ষায় দিন গুনছেন কেন্দ্রের সরকারি কর্মীরা।