রাজ্যের সরকারি কর্মীদের ছুটি বাড়লো, ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাংলার খাতায় যুক্ত হল আরও দুই। সরকারি কর্মীদের জন্য এবার সুখবর আনলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সারাবছর একাধিক ছুটি পান রাজ্য সরকারি কর্মীরা, তার দুর্নামও রয়েছে ঢের। সেই ছুটির তালিকায় এবার যুক্ত হল আরও দুই ছুটি। সংশ্লিষ্ট দুই দিন পূর্ণ দিবসের ছুটি ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার নবান্নতে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যার ফলে মুখের হাসি চওড়া হয়েছে কর্মীদের।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে করম পুজো ও শবেবরাতের দিন পূর্ণ দিবসের ছুটি থাকবে। ওই দুদিন স্টেট হলিডে ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন, রাজ্যে সব কমিউনিটির জন্য ছুটি দেওয়া হয়। দূর্গাপুজোর ছুটি সব কমিউনিটির জন্য। সেরকমভাবে ইদের ছুটিও সব কমিউনিটির জন্য। যেহেতু এতদিন করম পুজো ও সবেবরাতে সেকশনাল ছুটি থাকতো, তাই এ নিয়ে অনেক কথা উঠতো। ফলে, সবদিক বিবেচনা করে ‘স্টেট হলিডের’ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে ফের চাপের মুখে সরকার
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের সমস্ত পুরস্কার আলিপুর জেলের সংগ্রহশালায় রাখা হবে। তাঁর কথায়,রাজ্যে যেমন বাজেট বেড়েছে তেমনই খরচ বেড়েছে। আবার লাভও বেড়েছে। হ্যান্ডলুম ও টেক্সটাইলে ভালো কাজ করার জন্য তিনি বঙ্গের প্রশংসা তুলে ধরেন। তিনি জানান, শিল্পবান্ধব পরিবেশের জন্য বাংলা ‘স্কচ’ পুরস্কারে ভূষিত হয়েছে। পাশাপাশি এদিনের আলোচনায় তিনি কেন্দ্রকে বিঁধতে যেমন ছাড়েননি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়ার বার্তাও দিয়েছেন।