AISHE Report | উচ্চশিক্ষায় ভর্তির খাতিরে হিউম্যানিটিজ় টপকে গেল সায়েন্সকে! কি বলছে সমীক্ষা? জানুন বিস্তারিত

AISHE Report

সম্প্রতি ভারতের উচ্চশিক্ষা বিষয়ক একটি সার্ভের আয়োজন করা হয়েছিল। এই ‘অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন’ বা (AISHE) রিপোর্টের তরফে জানা যাচ্ছে ভারতের শিক্ষার্থীদের মধ্যে হিউম্যানিটিজ় বিভাগে ভর্তির সংখ্যা সায়েন্সের সংখ্যাকে টপকে গিয়েছে।

ভারতবর্ষে ‘AISHE’ সার্ভের তরফে আন্ডার গ্র্যাজুয়েট (UG) বিভাগ নিয়ে প্রকাশিত একটি সমীক্ষার রিপোর্ট অনুসারে দেখা গিয়েছে, বর্তমানে হিউম্যানিটিজ় বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক পড়ুয়ারা ভর্তি হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, হিউম্যানিটিজ় বিভাগে পড়ুয়া ভর্তির সংখ্যা যেখানে ৩৩.৫ শতাংশ সেখানে সায়েন্সে ১৫.৫ শতাংশ। এরপর কমার্স বিভাগে ভর্তি হওয়া পড়ুয়া সংখ্যা ১৩.৯ শতাংশ আর ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগের ক্ষেত্রে তা ১১.৯ শতাংশ। প্রসঙ্গত, এই ‘AISHE’ সমীক্ষা প্রথম চালানো হয়েছিল ২০১১ সালে। সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো, অর্থনৈতিক হাল, পড়ুয়া ভর্তির সংখ্যা, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা সহ বিষয়গুলি নিয়ে চালানো হয় এই সমীক্ষা।

চাকরির খবরঃ ITBP -তে কনস্টেবল নিয়োগ

FB Join

 

সম্প্রতি এই ‘AISHE’ রিপোর্ট অনুসারে দেখা গিয়েছে, দেশে উচ্চশিক্ষায় ২০২০-২১ সালে অংশগ্রহণকারী পড়ুয়ার সংখ্যা আগের তুলনায় প্রায় ৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ২০১৯-২০ সালে উচ্চশিক্ষায় ভর্তির হার ছিল ৩.৮৫ কোটি সেখানে ২০২০-২১ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪.১৪ কোটি। একইসাথে তফশিলি জাতি ও মহিলা পড়ুয়াদের সংখ্যাও উচ্চশিক্ষায় বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে।