জেনারেল নলেজ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল | ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল

Advertisement

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল: হ্যালো বন্ধুরা, যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। প্রায় সব পরীক্ষাতেই ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল থেকে প্রশ্ন করা হয়। তাই সমস্ত পরীক্ষার্থীদের উচিত পরীক্ষার আগে ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল সম্পর্কে সঠিক ধারণা রাখা। তাই এই পোস্টে Team Exam Bangla -এর তরফ থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল গুলি খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে।

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল

পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সালের তালিকা টি টেবিল আকারে প্রকাশ করা হয়েছে।

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল
যুদ্ধসালকাদের মধ্যে সংঘটিতবিজয়ী
দশ রাজার যুদ্ধ খ্রিস্টপূর্ব 14 শতক সুদাস ও বৈদিক ভারতের 10 রাজ্যসুদাস
কলিঙ্গ যুদ্ধ261 খ্রিস্টপূর্বাব্দঅশোক ও কলিঙ্গরাজঅশোক
হিদাসপিসের যুদ্ধ326 খ্রিস্টপূর্বাব্দআলেকজান্ডার ও পুরুআলেকজান্ডার
তরাইনের প্রথম যুদ্ধ1191 খ্রিস্টাব্দমহম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানপৃথ্বীরাজ চৌহান
তরাইনের দ্বিতীয় যুদ্ধ1192 খ্রিস্টাব্দমহম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানমহম্মদ ঘোরি
পানিপথের প্রথম যুদ্ধ1526 খ্রিস্টাব্দইব্রাহিম লোদীর ও বাবরবাবর
খানুয়ার যুদ্ধ1527 খ্রিস্টাব্দরানা সংগ্রাম সিংহ ও বাবরবাবর
চান্দেরি যুদ্ধ1528 খ্রিস্টাব্দবাবর ও মেদিনী রায় বাবর
ঘর্ঘরার বা গোগরার যুদ্ধ1529 খ্রিস্টাব্দসুলতান মামুদ লোদি ও বাবরবাবর
চৌসার যুদ্ধ1539 খ্রিস্টাব্দহুমায়ুন ও শেরশাহশেরশাহ
কনৌজ বা বিল্বগ্রামের যুদ্ধ1540 খ্রিস্টাব্দ হুমায়ুন ও শেরশাহশেরশাহ
পানিপথের দ্বিতীয় যুদ্ধ1556 খ্রিস্টাব্দআকবরের অভিবাবক বৈরাম খাঁ ও হিমুবৈরাম খাঁ
তালিকোটার যুদ্ধ1565 খ্রিস্টাব্দবিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্য সুলতানি জোটদাক্ষিণাত্য সুলতানি জোট
হলদিঘাটের যুদ্ধ1576 খ্রিস্টাব্দমেবারের মহারানা প্রতাপ ও আকবরআকবর
সামুগড়ের যুদ্ধ1658 খ্রিস্টাব্দঔরঙ্গজেব ও দারা শিকোঔরঙ্গজেব
কার্নালের যুদ্ধ1739 খ্রিস্টাব্দনাদির শাহ (পারস্য সাম্রাজ্য) ও মহম্মদ শাহের (মুঘল সাম্রাজ্য)নাদির শাহ
গিরিয়ার যুদ্ধ1740 খ্রিস্টাব্দআলীবর্দি খাঁ ও সরফরাজ খাঁআলীবর্দি খাঁ
কোলাচেলের যুদ্ধ1741 খ্রিস্টাব্দডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ত্রাভাঙ্কোর রাজ্যত্রাভাঙ্কোর রাজ্য
প্রথম কর্ণাটকের যুদ্ধ1746 - 1748 খ্রিস্টাব্দ ইংরেজ ও ফরাসিফরাসি
আম্বুরের যুদ্ধ1749 খ্রিস্টাব্দফরাসি সেনাপতি ডুপ্লে ও আর্কটের নবাব আনোয়ারউদ্দিনডুপ্লে
দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ1749 - 1754 খ্রিস্টাব্দইংরেজ ও ফরাসিফরাসি
পলাশীর যুদ্ধ1757 খ্রিস্টাব্দ সিরাজ-উদ-দৌলা ও ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভরবার্ট ক্লাইভ
সপ্তবর্ষীব্যাপী যুদ্ধ (তৃতীয় কর্ণাটকের যুদ্ধ)1757 - 1763 খ্রিস্টাব্দইংরেজ ও ফরাসিইংরেজ
বিদরের যুদ্ধ1759 খ্রিস্টাব্দরবার্ট ক্লাইভ ও ওলন্দাজরবার্ট ক্লাইভ
বন্দিবাসের যুদ্ধ1760 খ্রিস্টাব্দইংরেজ ও ফরাসিইংরেজ
পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দমারাঠা ও আফগান নেতা আহমদ শাহ আবদালিআহমদ শাহ আবদালি
বক্সারের যুদ্ধ1764 খ্রিস্টাব্দ মিরকাশিম (বাংলা), সুজা-উদ-দৌলা (অউধের নবাব), দ্বিতীয় শাহ আলম (মুঘল সম্রাট) ও ইংরেজইংরেজ
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ1767-1769 খ্রিস্টাব্দহায়দার আলি ও ইংরেজহায়দার আলি
দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ1780-1784 খ্রিস্টাব্দহায়দার আলি ও তাঁর পুত্র টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশব্রিটিশ
পল্লিলুরের যুদ্ধ1781 খ্রিস্টাব্দমহীশূরের হায়দার আলী ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিব্রিটিশ
তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ1790 - 1792 খ্রিস্টাব্দমহীশূরের টিপু সুলতান ও ব্রিটিশব্রিটিশ
চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ1799 খ্রিস্টাব্দমহীশূরের টিপু সুলতান ও ব্রিটিশব্রিটিশ
প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ1775 - 1782 খ্রিস্টাব্দমারাঠা ও ব্রিটিশমারাঠা
পোর্টো নভো যুদ্ধ1781 খ্রিস্টাব্দমহীশূরের হায়দার আলী ও ব্রিটিশব্রিটিশ
দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ1803 - 1805 খ্রিস্টাব্দমারাঠা ও ব্রিটিশব্রিটিশ
ইঙ্গ-নেপাল যুদ্ধ1814 - 1816 খ্রিস্টাব্দব্রিটিশ ও নেপালি গোর্খাব্রিটিশ
তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ1817 - 1818 খ্রিস্টাব্দমারাঠা ও ব্রিটিশব্রিটিশ
প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ 1845 - 1846 খ্রিস্টাব্দ শিখ ও ব্রিটিশব্রিটিশ
দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ1848 - 1849 খ্রিস্টাব্দশিখ ও ব্রিটিশব্রিটিশ
ইম্ফলের যুদ্ধ1944 খ্রিস্টাব্দইম্পেরিয়াল জাপান ও ব্রিটিশব্রিটিশ
কার্গিল যুদ্ধ1999 খ্রিস্টাব্দভারত ও পাকিস্তানভারত

আরও পড়ুনঃ WBPSC Food SI পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন?

join Telegram

Related Articles