হাতে সময় খুবই কম, কিভাবে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় পাশ করবেন?

আপনি কি ফুড সাব-ইন্সপেক্টর পদে আবেদন করেছেন? ভাবছেন এই অল্প সময়ে কিভাবে সম্পূর্ণ সিলেবাস পড়ে শেষ করবেন? তবে চিন্তার কোনো কারণ নেই। কোন গুরুত্বপূর্ণ টপিকগুলি পড়লে এই কয়েকদিনের মধ্যে পরীক্ষার সঠিক…

Published By: Exam Bangla | Published On:

আপনি কি ফুড সাব-ইন্সপেক্টর পদে আবেদন করেছেন? ভাবছেন এই অল্প সময়ে কিভাবে সম্পূর্ণ সিলেবাস পড়ে শেষ করবেন? তবে চিন্তার কোনো কারণ নেই। কোন গুরুত্বপূর্ণ টপিকগুলি পড়লে এই কয়েকদিনের মধ্যে পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পারবেন তা আলোচনা করা হলো।

WBPSC Food SI Preparation 2023

প্রায় ১৩ লক্ষেরও বেশি চাকুরীপ্রার্থী ফুড সাব-ইন্সপেক্টর পদের জন্য আবেদন করেছেন। সূত্রের খবর, ১৪ জানুয়ারি, ২০২৪ তারিখে আয়োজিত পারে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা। হাতে মাত্র আর ১০২ দিন বাকি। যেহেতু সামনে লোকসভা ভোট রয়েছে, তাই ১৪ জানুয়ারি চূড়ান্ত পরীক্ষার তারিখ বলে ধরা যেতে পারে। এই ১০২ দিনে সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে প্রস্তুতি নিলে আপনিও ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা পাশ করতে পারবেন।

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা পাশ করতে হলে বিগত বছরের পরীক্ষায়  কোন ধরেনের প্রশ্ন এসেছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। ২০১৯ সালের ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষায় জেনারেল নলেজ ও এরিথমেটিক -এর কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল পরীক্ষার্থীদের সুবিধার্থে তা নিচে টেবিলের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

জেনারেল স্টাডিজ – ৫০ নম্বর

টপিকপ্রশ্নের সংখ্যা
ইতিহাস৬ টি
ভৌত বিজ্ঞান৫ টি
সংবিধান৭ টি
সাধারণ জ্ঞান১৭ টি
ভূগোল৮ টি
জীবন বিজ্ঞান৩ টি
অর্থনীতি৩ টি
কম্পিউটার১ টি

এরিথমেটিক – ৫০ নম্বর

টপিকপ্রশ্নের সংখ্যা
বর্গমূল১ টি
গড়২ টি
সমাহার বৃদ্ধি১ টি
অনুপাত সমানুপাত৫ টি
কার্য ও সময়৩ টি
ঘড়ি সংক্রান্ত১ টি
সংখ্যা৪ টি
ভগ্নাংশ১ টি
লাভ ও ক্ষতি৫ টি
নৌকা ও স্রোত১ টি
শতকরা২ টি
সরল সুদ৩ টি
বয়স সংক্রান্ত১ টি
ল.সা.গু. ও গ.সা.গু.৩ টি
সময় ও দূরত্ব৭ টি
ক্যালেন্ডার১ টি
সরলীকরণ৫ টি
নল ও চৌবাচ্চা১ টি
মিশ্রণ২ টি
অন্যান্য১ টি

ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার ফ্রী মক টেস্ট দেওয়ার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। 

join Telegram

পরীক্ষার্থীদের অবশ্যই মাধ্যমিক পর্যন্ত সমস্ত বিষয়গুলি খুব সুন্দরভাবে পড়া ও সেই সঙ্গে নিজের হাতে নোট তৈরি করা, পরীক্ষার আগে রিভিশন করার জন্য। বিগত বছরের পরীক্ষায় এরিথমেটিক -এর যে অধ্যায় গুলি থেকে প্রশ্ন এসেছে সেই অধ্যায় গুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করা এবং নিয়মিত মক টেস্টে অংশগ্রহণ করা।

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা পাশ করতে কোন বই পড়বেন?

তবে মাধ্যমিক পর্যন্ত সমস্ত বিষয়গুলি সংগ্রহ করা অনেক সময় সাপেক্ষ, যা এই মুহূর্তে সম্ভব নয়।  অল্প সময়ের মধ্যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় ভালো ভাবে উত্তীর্ণ হতে হলে দরকার একটি গাইড বুক। যেখানে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে। Exam Bangla প্রকাশিত ‘Food SI Guidance Guru’ বইটি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য উপযুক্ত একটি গাইড বুক।

কেন এই বইটি পড়বেন?

কেন এই বইটি সংগ্রহ করবেন? একজন চাকরি প্রার্থী হিসেবে তা জানা আপনার একান্ত জরুরী।

১) এই বইটি Food SI পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করে তৈরি করা হয়েছে।

২) বইটিতে প্রতিটি বিষয়ে বিগত বছরের প্রশ্নোত্তর অনুসরণ করা হয়েছে।

৩) বিগত বছরের প্রশ্নোত্তর ও গণিতের সমাধান করা রয়েছে।

৪) বিগত বছরের প্রশ্নপত্রের অ্যানালাইসিস করা রয়েছে, অর্থাৎ বিগত বছরের কোন কোন বিষয় থেকে কতগুলি প্রশ্ন এসেছে তা আলোচনা করার রয়েছে।

৫) বইটিতে প্রতিটি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ টপিক গুলি যেন খুব সহজে মনে থাকে তাই চার্ট ও টেবিলের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে।

৬) বইটিতে রয়েছে ফ্রী ৫ টি প্র্যাকটিস সেট। প্রতিটি সেটের সমাধান করে দেওয়া রয়েছে।

বইটি কিভাবে সংগ্রহ করবেন? 

বইটি সংগ্রহ করতে চাইলে নীচের লিংকে ক্লিক করে অর্ডার করতে পারেন। পাশাপাশি Exam Bangla Publication -এর WhatsApp নম্বরে অর্ডার করতে পারেন। WhatsApp No.- (+91) 8001650019

Exam Bangla Buy Link: Click Here

Amazon Buy Link: Click Here

Flipkart Buy Link: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career