অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪০ | ICDS Practice Set 2024
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. ব্রঙ্কাইটিস রোগে ব্যাক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] চোখ
[B] ফুসফুস
[C] গলা
[D] কান
উত্তরঃ [B] ফুসফুস
2. কলহণের রাজতরঙ্গিনীতে কোন অঞ্চলের ঐতিহাসিক বিবরণ রয়েছে?
[A] বাংলা
[B] মালব
[C] কাশ্মীর
[D] জৌন পুর
উত্তরঃ [C] কাশ্মীর
3. কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
[A] ভিটামিন B কমপ্লেক্স
[B] ভিটামিন A
[C] ভিটামিন D
[D] ভিটামিন K
উত্তরঃ [A] ভিটামিন B কমপ্লেক্স
4. চিপকো আন্দোলন কত সালে হয়েছিল?
[A] 1985 সালে
[B] 1981 সালে
[C] 1978 সালে
[D] 1973 সালে
উত্তরঃ [D] 1973 সালে
নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. অঙ্গুরীমাল ও সন্ধিপদী প্রাণীর বৈশিষ্ট্য বহন করে—
[A] জোঁক
[B] কেঁচো
[C] পেরিপেটাস
[D] রাজ কাঁকড়া
উত্তরঃ [C] পেরিপেটাস
6. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল?
[A] 1951 সালে
[B] 1945 সালে
[C] 1942 সালে
[D] 1938 সালে
উত্তরঃ [A] 1951 সালে
7. কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা?
[A] সংস্কৃত
[B] তামিল
[C] তেলেগু
[D] মালয়ালম
উত্তরঃ [B] তামিল
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৯
8. দশ শতাংশের সূত্র কার দেওয়া?
[A] ওডাম
[B] সাউথ উইক
[C] লিন্ডেম্যান
[D] রাইটার
উত্তরঃ [C] লিন্ডেম্যান
👇 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের আলাদা সিলেবাস অনুযায়ী লিখিত একমাত্র বই 👇
9. দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?
[A] বিয়াস
[B] রাভি
[C] শতদ্রু
[D] সিন্ধু
উত্তরঃ [B] রাভি
10. অভিব্যক্তির জনক কে?
[A] চার্লস ডারউইন
[B] ল্যামার্ক
[C] মেন্ডেল
[D] কেউই নয়
উত্তরঃ [A] চার্লস ডারউইন