চাকরির খবর

ভারতীয় রেলে টিকিট ক্লার্ক নিয়োগ, অনলাইনে আবেদন চলবে ২০ অক্টোবর পর্যন্ত

উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে ভারতীয় রেলওয়ের NTPC (Under Graduate) পরীক্ষার মাধ্যমে টিকিট ক্লার্ক পদে আবেদন করুন। অনলাইনে আবেদন করতে পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

Advertisement

ভারতীয় রেলে টিকিট ক্লার্ক নিয়োগ: আবারও ভারতীয় রেলওয়ের তরফ থেকে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। ৩ হাজারেরও বেশি শূন্যপদে ভারতীয় রেলে NTPC (Under Graduate) পরীক্ষার মাধ্যমে টিকিট ক্লার্ক নিয়োগ। উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রইলো আজকের প্রতিবেদন।

ভারতীয় রেলে টিকিট ক্লার্ক নিয়োগ

Employment No.- CEN 06/2024

ভারতীয় রেলে টিকিট ক্লার্ক নিয়োগ

Railway NTPC Recruitment 2024 in Bengali

পদের নাম- কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক।
বেতন- প্রতিমাসে ২১,৭০০ টাকা।
মোট শূন্যপদ- ২০২২ টি।

পদের নাম- একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
মোট শূন্যপদ- ৩৬১ টি।

পদের নাম- জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
মোট শূন্যপদ- ৯৯০ টি।

পদের নাম- ট্রেন ক্লার্ক।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
মোট শূন্যপদ- ৭২ টি।

শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত প্রতিটি পদে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা নীচে টেবিল আকারে দেওয়া হল-

পদের নামশিক্ষাগত যোগ্যতা
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কউচ্চ মাধ্যমিক পাশ (অন্তত ৫০ শতাংশ নম্বর)
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টউচ্চ মাধ্যমিক পাশ (অন্তত ৫০ শতাংশ নম্বর) + কম্পিউটারে ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং এর দক্ষতা।
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টউচ্চ মাধ্যমিক পাশ (অন্তত ৫০ শতাংশ নম্বর) + কম্পিউটারে ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং এর দক্ষতা।
ট্রেন ক্লার্কউচ্চ মাধ্যমিক পাশ (অন্তত ৫০ শতাংশ নম্বর)

RRB NTPC Graduate Post Apply Now

এইসব পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২৫ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীরা (SC/ ST/ OBC/ EXSM/ PWD) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

Railway NTPC best book in bengali

Railway NTPC Under Graduate Vacancy

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কয়েকটি রেলওয়ে জোনের পদ অনুযায়ী শূন্যপদের বিন্যাস দেওয়া হলো-

RRB Kolkata NTPC Vacancy 2024
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক১১৮
একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট১৩২
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট১৮৭
ট্রেন ক্লার্ক১৫
মোট- ৪৫২

RRB Guwahati NTPC Vacancy 2024
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক৮২
একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট৩১
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট৫৯
ট্রেন ক্লার্ক
মোট- ১৭৫

RRB Bhubaneswar NTPC Vacancy 2024
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক
একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট২৮
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট১৯
ট্রেন ক্লার্ক
মোট- ৫৬

RRB Malda NTPC Vacancy 2024
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট১২
মোট- ১২

RRB Siliguri NTPC Vacancy 2024
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক৩৯
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
মোট- ৪২

Railway NTPC Selection Process

পদের নামCBT- 1 CBT- 2Skill Test
Commercial cum Ticket
Clerk
Account Clerk Cum
Typist
Typing Test
Junior Clerk Cum TypistTyping Test
Trains Clerk

রেলওয়ে NTPC পরীক্ষার ফ্রী মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- 

join Telegram

Railway NTPC Syllabus in Bengali

RRB NTPC Syllabus 2024 (CBT- 1)
জেনারেল অ্যাওয়ারনেস৪০ নম্বর
গণিত৩০ নম্বর
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং৩০ নম্বর
মোট নম্বর- ১০০
সময়সীমা- ৯০ মিনিট
নেগেটিভ মার্কিং- ১/৩

Railway NTPC Syllabus Download Now

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন চলবে ২০ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।

Required Documents:
1) Candidate Photograph: JPEG, Size 30 KB to 70 KB
2) Candidate Signature: JPEG S,ize 30 KB to 70 KB
3) SC/ ST Certificate (Only for candidates seeking Free Travel Pass): PDF
format, Size up to 500 KB

আবেদন ফি- অনলাইনে আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে। প্রতিবন্ধী প্রার্থী/ মহিলা প্রার্থী/ তপশীলি জাতি/ তপশীলি উপজাতি/ সংখ্যালঘু শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়া যাবে ২২ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।

Official Notice: Download Now
Apply Now: Click Here
RRB NTPC Syllabus: Click Here

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

Related Articles