পোস্ট অফিসে চাকরি করা যাদের স্বপ্ন তাদের জন্য সুখবর। সম্প্রতি পোস্ট অফিসে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই পদে কারা কারা আবেদন করতে পারবেন, বয়স সীমা কত, আবেদন পদ্ধতি কী জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম- স্টাফ ড্রাইভার।
মোট শূন্যপদের- ১৮ টি শূণ্যপদ রয়েছে। EWS এর ক্ষেত্রে একটি পদ পরবর্তীতে বাড়তেও পারে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করবার জন্য মাধ্যমিক পাশ যোগ্যতা আবশ্যিক। এছাড়া ভারী এবং হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়া দুই ধরনের গাড়ি চালানোর কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
[quads id=10]
বয়স সীমা- এই পদে আবেদনের জন্য জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৭ বছর। সংরক্ষিত ক্ষেত্রে ছাড় আছে।
বেতনক্রম- এই পদের ক্ষেত্রে বেতন হবে ১৯,৯০০ টাকা।
চাকরির খবরঃ পূর্ব মেদিনীপুর জেলায় সরকারি হোস্টেলে গ্ৰুপ- ডি নিয়োগ

প্রতিদিন চাকরির খবরের আপডেট পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন 👇👇
আবেদন পদ্ধতি- আবেদনের ফর্মটি টেলিগ্রাম চ্যানেল অথবা মোবাইল অ্যাপস থেকে ডাউনলোড করতে হবে। এরপর বয়সের প্রমাণপত্র , কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি, দু কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইত্যাদি সেল্ফ এটেস্টেড করে রেজিস্ট্রি পোস্ট বা স্পিড পোস্ট করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ( রিক্রুটমেন্ট ) অফিস অফ দ্যা চিফ পোস্টমাস্টার জেনারেল , বিহার সার্কেল, পাটনা- ৮০০০০১। খামের উপরে লিখতে হবে- অ্যাপ্লিকেশন ফর দ্যা পোস্টঅফ ড্রাইভার ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাট অফিস অফ দ্যা চিফ পোস্টমাস্টার জেনারেল, বিহার সার্কেল , পাটনা- ৮০০০০১।
চাকরির খবরঃ কলকাতা এয়ারপোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
আবেদন ফি- আবেদনপত্রের সঙ্গে ১০০ টাকার ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা কোন পোস্ট অফিস থেকে ১০০ টাকার UCR নিয়ে আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে আবেদন ফি বাবদ। তবে এস সি, এসটিদের কোনও আবেদন ফি নেই।
পরীক্ষা পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের ড্রাইভিং টেস্ট নেওয়া হবে এবং তার মাধ্যমেই সিলেক্ট করা হবে।
[quads id=10]
আবেদনের শেষ তারিখ- ১২/০১/২০২৫ বিকেল পাঁচটার মধ্যে অফলাইনে আবেদন পত্র জমা করতে হবে।







