কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফে ইন্ডিয়ান নেভিতে স্টাফ নার্স, ড্রাইভার ও লাইব্রেরী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- সিভিলিয়ান মোটর ড্রাইভার।
মোট শূন্যপদ- ৪০ টি। ( SC- 6 টি, ST-3 টি, OBC- 10 টি, EWS- 4 টি, UR- 17 টি)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ও ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন- পে লেভেল- ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা বেতন দেওয়া হবে।
পদের নাম- স্টাফ নার্স।
মোট শূন্যপদ- ৩ টি। (EWS- 1 টি, UR- 2 টি)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নার্সিং সার্টিফিকেট সহ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং হিন্দি ও স্থানীয় ভাষায় কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন- পে লেভেল- ৭ অনুযায়ী ৪৪,৯০০/- টাকা থেকে ১,৪২,৪০০/- টাকা বেতন দেওয়া হবে।
চাকরির খবরঃ ব্যাংকে ৫০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ
পদের নাম- লাইব্রেরি এন্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- লাইব্রেরী সাইন্সে ব্যাচেলর ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন- পে লেভেল- ৬ অনুযায়ী ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করুন। এরপর A4 সাইজ পেপারে প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। এবং একটি মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানাই পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To The Flag Officers Commanding in Chief (For CCPO), Headquarters, Western Naval Command, Ballard Estate, Near Tiger Gate, Mumbai-400001.
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২২
চাকরির খবরঃ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি- শর্ট লিস্ট, লিখিত পরীক্ষা ও ডকুমেন্টস ভেরিফিকেশনে মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here