কেন্দ্রীয় সরকারের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর প্রকাশিত হলো। ইন্দো তিব্বতীয় বর্ডার পুলিশ (ITBP) ফোর্স এর পক্ষ থেকে সেনাবাহিনীর গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ৫১ টি শূন্যপদে পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য থাকলো আজকের প্রতিবেদনে।
ITBP Constable Recruitment
[quads id=10]
ইন্দো তিব্বতীয় বর্ডার পুলিশ (ITBP) ফোর্স এর পক্ষ থেকে কনস্টেবল এবং হেড কনস্টেবল এই দুই পদে কর্মী নিয়োগ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীর এই দুই পদেই মোটর মেকানিক হিসাবে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে।
মোট শূন্য পদের সংখ্যা- ৫১ টি; যেখানে ৭ জন হেড কনস্টেবল এবং ৪৪ জন কনস্টেবল নিয়োগ করা হবে। সমগ্র শূন্যপদের বিভাজন সম্পর্কে জেনে নেওয়ার জন্য অবশ্যই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নিয়ে তবেই আবেদন জানাবেন।
বয়স সীমা- ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে বয়স হলে তবেই চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতনের পরিমাণ- উভয় পদের জন্য পৃথক বেতনসীমা ধার্য করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। পদ অনুযায়ী বেতন নীচে দেওয়া হলো-
১) হেড কনস্টেবল- ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা।
২) কনস্টেবল- ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
শিক্ষাগত যোগ্যতা- হেড কনস্টেবল পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক এবং কনস্টেবল পদের জন্য নূন্যতম মাধ্যমিক পাস করতে হবে। উভয় পদের জন্যই চাকরি প্রার্থীদের মোটর সারানোর কাজের বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। এছাড়াও প্রতিটি চাকরিপ্রার্থীকে বিজ্ঞপ্তিতে দেওয়া শারীরিক যোগ্যতাও পূরণ করতে হবে।
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র গুলি জমা করে দিতে হবে এবং নির্ধারিত আবেদনমূল্য প্রদান করলেই আবেদনটি সম্পূর্ণ হবে। অনালাইনে আবেদন চলবে ২২ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি- এই পদে নিয়োগের জন্য কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের। শুধুমাত্র ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট (PET) এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) তে উত্তীর্ণ হলেই চাকরি প্রার্থীরা যোগ্য হিসাবে বিবেচিত হবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নিন।
[quads id=10]
আবেদন মূল্য- আবেদনের জন্য প্রতিটি UR, OBC, EWS প্রার্থীকে ১০০ টাকা আবেদনমূল্য প্রদান করতে হবে। অন্যান্য শ্রেণীর চাকরিপ্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।






