অন্যান্য খবর

জানুয়ারি মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা! দিন, তারিখ সহ বিস্তারিত কারণ জেনে নিন

বিরাট চিন্তার খবর রাজ্যের ব্যাঙ্কিং গ্রাহকদের জন্য। নতুন বছরের শুরুতেই ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

২০২৪ সালের জানুয়ারি মাসে সারা দেশ জুড়ে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। পশ্চিমবঙ্গে পরিষেবা বন্ধ থাকবে ১১ দিন। খবর প্রকাশের পরেই কার্যত মাথায় হাত গ্রাহকদের। বর্তমান সময়ে ছোট, বড়ো এবং মাঝারি ব্যবসা এবং প্রাইভেট লেনদেন নির্ভর করে ব্যাঙ্কিং পরিষেবার ওপর। ক্ষুদ্র দশ – বিষ টাকার ট্রানজেকশন থেকে লক্ষাধিক অথবা কোটি টাকার ট্রানজেকশন হয় ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে। সেক্ষত্রে একটি নির্দিষ্ট মাসে এতদিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকলে স্বাভাবিক ভাবেই অসুবিধায় পড়বেন গ্রাহকরা।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে প্রত্যেক মাস শুরুর আগে সেই মাসে ব্যাঙ্ক বন্ধ থাকার তালিকা প্রকাশ করা হয়। নির্দিষ্ঠ নিয়ম মেনে এবারেও জানুয়ারি মাসের ব্যাঙ্কিং হলিডে’র লিস্ট অর্থাৎ তালিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিচের টেবিলে কারণ সহ পরিষেবা বন্ধ থাকার দিন ও তারিখ জানানো হল।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের মুখে বেতন বাড়বে সরকারি কর্মীদের

জানুয়ারি মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা

মোট দিনবন্ধের তারিখবন্ধের কারণ
1.০১.০১.২০২৪ (সোমবার)পহেলা জানুয়ারি (Happy New year) উপলক্ষে পুরো দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে।
2০৭.০১.২০২৪ (রবিবার)জানুয়ারি মাসের প্রথম রবিবার, পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি থাকবে।
3১১.০১.২০২৪ (বৃহস্পতিবার)মিশরানি দিবস উপলক্ষে শুধুমাত্র মিজোরামে ব্যাংক বন্ধ থাকবে।
4১২.০১.২০২৪ (শুক্রবার)স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে।
5১৩.০১.২০২৪ (শনিবার)জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
6১৪.০১.২০২৪ (রবিবার)জানুয়ারি মাসের দ্বিতীয় রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
7১৫.০১.২০২৪ (সোমবার)পঙ্গলের কারনে দক্ষিণ ভারতের কয়েকটি শহরে ব্যাংক বন্ধ থাকবে।
8১৬.০১.২০২৪ (মঙ্গলবার)টুসু পরব উপলক্ষে পশ্চিমবঙ্গ ও আসামে ব্যাংক বন্ধ থাকবে।
9১৭.০১.২০২৪ (বুধবার)গুরু গোবিন্দ সিং জয়ন্তি উপলক্ষে বিভিন্ন শহরে ব্যাংক বন্ধ থাকবে।
10২১.০১.২০২৪ (রবিবার)জানুয়ারি মাসের দ্বিতীয় রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
11২৩.০১.২০২৪ (মঙ্গলবার)নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম বার্ষিকী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
12২৫.০১.২০২৪ (বৃহস্পতিবার)হিমাচল প্রদেশে রাষ্ট্রীয় দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
13২৬.০১.২০২৪ (শুক্রবার)প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
14২৭.০১.২০২৪ (শনিবার)জানুয়ারি মাসের চতুর্থ শনিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
15২৮.০১.২০২৪ (রবিবার)জানুয়ারি মাসের চতুর্থ রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
16৩১.০১.২০২৪ (বুধবার)অসমে ব্যাংক বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই ছুটির দিনগুলিতে কেবলমাত্র ইন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। নির্দিষ্ঠ ব্যাঙ্কের শাখায় যেসমস্ত পরিষেবাগুলি পাওয়া যায় সেগুলি বন্ধ থাকবে। বাকি ই-ব্যাঙ্কিং সার্ভিসের যেসমস্ত পরিষেবা অনলাইনে পাওয়া যায় বা ব্যবহার করা যায় সেগুলি সবকিছুই চালু থাকবে উক্ত দিনগুলিতে।

জানুয়ারি মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা

Related Articles