পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দৈনিক বেতনের ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে, মোট শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।
পদের নাম- ভলেন্টিয়ার।
মোট শূন্যপদ- ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ।
বেতন- প্রতিদিন ৫০০ টাকা। (রাজ্যের NALSA এবং SLSA নিয়ম অনুযায়ী)
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সেরা ৭ টি চাকরির খবর
[quads id=10]
আবেদন পদ্ধতি- প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The chairman, district legal service authority, Jhargram, District Judge’s Court Complex, Jhargram, Pin-721507
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, জামবনী, সাঁকরাইল, গোপীবল্লভপুর-১,২, নয়াগ্রাম, বিনপুর-১,২ ব্লকে নিয়োগ করা হবে।

[quads id=10]
চাকরির খবরঃ রাজ্যে নতুন করে আশা কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here







