স্কলারশিপ 2024

মাধ্যমিক পাশে নতুন স্কলারশিপ, আবেদন করলে পাওয়া যাবে ১২ হাজার টাকা

Advertisement

JM Sethia Charitable Trust (NGO) দিচ্ছে স্কলারশিপ। স্বায়ত্ত্বশাসিত এই সংস্থার পক্ষ থেকে চলতি বছরেও JM Sethia Merit Scholarship Scheme 2023 -এর আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি এই সংস্থা জানিয়েছে উক্ত স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ভারতবর্ষের মেধাবী ও দুস্থ ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদানের মাধ্যমে সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা, আত্মবিশ্বাস অর্জন, স্বাধীনতা অর্জন এবং কর্মসংস্থানের জন্য উৎসাহিত করতে চায় JM Sethia Charitable Trust। কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

JM Sethia Merit Scholarship 2023

JM Sethia Merit Scholarship Scheme 2023

যোগ্যতা- দেখে নেওয়া যাক কোন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ক্লাস 9 থেকে 12, স্নাতক, স্নাতকোত্তর, এবং পেশাদার কোর্সে নথিভুক্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্লাসে পাঠরত থাকার প্রমাণপত্র থাকলে অনায়াসেই এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা।

আরও পড়ুনঃ মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশে সরকারি স্কলারশিপ 

টাকার পরিমান- JM Sethia Charitable Trust (NGO) সংস্থার পক্ষে জানানো হয়েছে যে, পাঠরত পড়ুয়াদের মাসিক ১০০০/- টাকা প্রদান করবে সংস্থা।

আবেদন পদ্ধতি- স্কলারশিপের জন্য সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। সেক্ষেত্রে একটি সাদা কাগজে নিজেদের আবেদন জানাতে পারবে ছাত্রছাত্রীরা। আবেদনপত্রের সঙ্গে বর্তমান বছরে পাঠরত থাকার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, নাগরিকত্বের প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে পড়ুয়াদের।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- JM Sethia Charitable Trust 133, Biplabi Rash Behari Basu Road, 3rd Floor, Room No. 15, Kolkata – 700 001 OR Gandhi House, 5th Floor, 16, Ganesh Chandra Avenue, Kolkata-700 013, Email ID – jms_trust@yahoo.co.in

চাকরির খবরঃ মাধ্যমিক পশে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ চলছে

আবেদনের সময়সীমা- উক্ত স্কলারশিপের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হবে।

JM Sethia Merit Scholarship Scheme 2023

Official Website: Click Here

Related Articles